আজ খবর (বাংলা) ব্রেকিং নিউজ, ৩০/০১/২০২০ :
নির্ভয়া কাণ্ডে অক্ষয় ঠাকুরের কিউরেটিভ পিটিশন খারিজ -
নির্ভয়া কাণ্ডের চার অপরাধীদের ফাঁসি হয়ে যাওয়ার কথা রয়েছে আগামী মাসের ১ তারিখ সকাল সাতটা র মধ্যেই। আজ এই মামলায় ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন সাজার জন্যে আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল অন্যতম অপরাধী অক্ষয় ঠাকুর। কিন্তু পাঁচ বিচারপতির একটি বেঞ্চ আজ সেই পিটিশন খারিজ করে দিলেন।
রাজ্যপালকে নিয়ে রাজ্যে সংঘাত ফের চরমে -
আজ ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে একটি শ্রদ্ধাসভায় ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে প্রকাশ্যে ধমক দিলেন রাজ্যপাল। রাজ্যপালের এই ব্যবহারের জন্যে উষ্মা প্রকাশ করেছেন আইপিএস অফিসারদের একটি সংগঠন। রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শাসক দলের নেতারাও। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন দেব চট্টোপাধ্যায়ের মত নেতারাও।
পুরুলিয়ায় কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে এফআইআর দায়ের
পুরুলিয়া জেলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক ব্যক্তি। কিছুদিন আগে পুরুলিয়ার ঝালদায় এক জনসভা থেকে সেখানকার পুলিশ সুপারের বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেই বিতর্কিত মন্তব্যের জন্যেই আজ ঝালদার পুষ্টির বাসিন্দা জনৈক আলোক ব্যানার্জি তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। যদিও রাজ্য বিজেপি বিষয়টিকে খুব একটা গুরুত্ত্ব দিয়ে দেখতে নারাজ।
করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয়ের মৃত্যু মালেশিয়াতে -
লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত চিনে মোট ১৭০ জন মানুষ মারা গিয়েছে এই ভাইরাসে। আজ মালয়েশিয়াতেও এক ব্যক্তির করোনা ভারাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে সেই ব্যক্তি ভারতীয় বলে জানা গিয়েছে। তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। যদিও এই ঘটনার ব্যাপারে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত কিছু বলেনি, ওই ব্যক্তির সহকর্মীরাই তার বাড়িতে খবর দিয়েছে, বলে জানা গিয়েছে।
Loading...