প্রচন্ড ঠান্ডায় জবুথবু অবস্থা হিমাচল প্রদেশ রাজ্যের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রচন্ড ঠান্ডায় জবুথবু অবস্থা হিমাচল প্রদেশ রাজ্যের

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), সিমলা, ১০/০১/২০২০ : প্রচন্ড ঠান্ডায় জবুথবু অবস্থা হিমাচল প্রদেশ রাজ্যের প্রায় সব জায়গা। রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ঘোরাফেরা করছে হিমাঙ্ক  বা হিমাঙ্কের নিচে। যখন তখন তুষার পাত হওয়ার ফলে রাস্তাঘাটে জামে থাকছে বরফ।
হিমাচল প্রদেশের ৮০০টির বেশি রাস্তায় বরফ পরে রয়েছে, প্রতিদিনই সেখানে বরফ কাটার কাজ চলছে, কিন্তু নতুন করে ফের তুষারপাত শুরু হয়ে যাচ্ছে। রাস্তায় বরফ পরে থাকার দরুন যান বাহন চলাচল ব্যাহত হচ্ছে গোটা রাজ্য জুড়েই। তুষারপাতের জেরে জল সরবরাহকারী নলগুলি জমে থাকছে, আর সেই কারণে ঠিকমত জল সরবরাহ করা যাচ্ছে না। শুধু তাই নয়, রাজুও জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও সমস্যার মুখে পড়েছে। এই সব কারনে হিমাচল প্রদেশের স্বাভাবিক জন জীবন রীতিমত বিপর্যস্ত  হয়ে পড়েছে। 


রাস্তাঘাটে বরফ পরে থাকার জন্যে  সকালবেলায় হকাররা সংবাদপত্র পর্যন্ত দিতে পারছে না, বাজার বা অন্যান্য জিনিসপত্র পত্র ছাড়াও অন্যান্য আবশ্যকীয় পণ্যের গাড়িগুলিও যাতায়াত করতে পারছে না হিমাচলের কোথাও, যার ফলে চরম অসুবিধার মুখে পড়েছে সেখানকার সাধারণ । এর ফলে বেড়াতে আসা পর্যটকরায় খুব সমস্যায় পড়েছেন, হোটেলগুলি তাঁদের গরম জল বা রুম হিটারের সুবিধাগুলিও দিতে পারছে না।
হিমাচলের কেলং অঞ্চলে তাপমাত্রা রয়েছে মাইনাস ১৭.৬ ডিগ্রি, বরফের নিচে রয়েছে সিমলা, কুলু, মানালির মত শাহরগুলিও। দিল্লীর মৌসম ভবন শুনিয়ে রেখেছে যে আজ ফের নতুন করে তুষারপাত  হতে পারে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়। গোটা হিমাচল প্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মাইনাস  ৩ ডিগ্রি থেকে সর্বোচ্য ১০ ডিগ্রির মধ্যে। হিমাচলের পাহাড়ি গ্রামগুলির দিকে যেখানে নিয়মিত বরফ কেটে রাস্তা পরিষ্কার করা যাচ্ছে না, সেই সব জায়গার অবস্থা আরও খারাপ।  
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages