আজ খবর (বাংলা), শ্রীনগর, ০৩/০১/২০২০ : কিছুক্ষণ আগে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে একটি মাইন বিস্ফারণে গুরুতর ভাবে আহত হয়েছেন চার সেনা জওয়ান। আহত চার সেনা জওয়ানের মধ্যে একজন লেফটেন্যান্ট অফিসারও রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।
কাশ্মীর উপত্যকায় পাকিস্তান সীমান্তের কাছে লাইন অফ কন্ট্রোল বরাবর অশান্তি আবারও বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরেই পাকিস্তানের দিক থেকে যুদ্ধবিরতি লংঘন করে বার বার গলা গুলি ছুটে আসার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ঘটনায় ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে, কিন্তু উপত্যকা জুড়ে ঘন কুয়াশার কারণে এই ধরনের ঘটনা আরও বেশি করে ঘটছে বলে মনে করা হচ্ছে।
বছরের প্রথম দিনেই পাকিস্তান ফের একবার যুদ্ধবিরতি চুক্তি লংঘন করেছিল এবং লাইন অফ কন্ট্রোল এলাকাতেই গুলি চালিয়েছিল, সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুই সেনা জওয়ান। ভারতীয় সেনাদের একটি দল সেখানে কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছিল। আজকের ঘটনাটি ঘটল রাজৌরি সেক্টরে। এখানেও বার বার পাকিস্তান হামলা চালায়। বেশ স্পর্শকাতর এই জায়গাটি। এখানে মাটির মধ্যে পেতে রাখা মাইন বিস্ফোরণ ঘটে গিয়েছে, আর তাতেই গুরুতর ভাবে আহত হয়েছেন চার সেনা জওয়ান।বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
# ০৩/০১/২০২০ : (বিকেল ৫:১৫) আজ দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ বিনা প্ররোচনায় পাকিস্তান কাশ্মীরের কৃষ্ণ ঘাঁটি সেক্টরেও গুলি এবং শেলিং করে. মর্টারের সেলগুলি একের পর এক ছুটে আসতে থাকে সীমান্তের ওপার থেকে। এই ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভারতের তরফ থেকেও যোগ্য জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। গত বুধবার একই এলাকায় যুদ্ধবিরতি লংঘন করেছিল পাকিস্তান।
# ০৩/০১/২০২০ : (বিকেল ৫:১৫) আজ দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ বিনা প্ররোচনায় পাকিস্তান কাশ্মীরের কৃষ্ণ ঘাঁটি সেক্টরেও গুলি এবং শেলিং করে. মর্টারের সেলগুলি একের পর এক ছুটে আসতে থাকে সীমান্তের ওপার থেকে। এই ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভারতের তরফ থেকেও যোগ্য জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। গত বুধবার একই এলাকায় যুদ্ধবিরতি লংঘন করেছিল পাকিস্তান।
Loading...