বিয়ের কার্ডেও সিএএ ও এনআরসি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিয়ের কার্ডেও সিএএ ও এনআরসি

Share This
অফবিট

আজ খবর (বাংলা), সম্ভল, উত্তর প্রদেশ, ১৭/০১/২০২০ : বিয়ের কার্ডেও সিএএ ও এনআরসি ! সেটাও  কি সম্ভব ?
হ্যাঁ , ঠিক তেমনটাই ঘটতে দেখা গেল উত্তর প্রদেশের সম্ভলে। আর এই ঘটনাই উঠে এসেছে সংবাদ শিরোনামে। জোর চর্চা এই বিয়ের কার্ড নিয়ে।
উত্তর প্রদেশের সম্ভলের বাসিন্দা মোহিত মিশ্রা বিয়ে করতে চলেছেন সোনম পাঠককে। আগামী ৩রা ফেব্রুয়ারি তাঁদের বিয়ে। সেই উপলক্ষে বিয়ের কার্ডও ছেপে আত্মীয় স্বজনের মধ্যে বিলি করা হয়ে গিয়েছে। কিন্তু সেই বিয়ের কার্ডের একেবারে নিচের অংশে দেখা গেল, মোটা মোটা হিন্দি হরফে লেখা রয়েছে, 'সিএএ ও এনআরসিকে আমরা সমর্থন জানাচ্ছি';
গোটা দেশেই সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা যেমন আন্দোলনে সোচ্চার হয়ে উঠেছে, ঠিক তেমন বিজেপি ও তার সহযোগী দলগুলি এই আইনের সমর্থনে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে চলেছে প্রায় প্রতিদিনই। কিন্তু এভাবে নিজেদের বিয়ের কার্ডে দেশের কোনো আইনকে সমর্থন জানানোর বিষয়টি সত্যিই অভিনব।বিয়েবাড়িতে নিমন্ত্রিতরাও কি এই আইনের ব্যাপারে নবদম্পতিকেই সমর্থন জানাবেন ? নাকি বিয়ের বাসরে এই আইন নিয়ে চলবে জমাটি বিতর্ক ? নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে বিষয়টি।  
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages