অক্ষয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অক্ষয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

Share This
বিনোদন

আজ খবর  (বাংলা), মুম্বই, ০৯/০১/২০২০ :  বলিউডের অভিনেতা অক্ষয় কুমার এবার পড়লেন মহা সমস্যায়। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা পড়ল। শুধু তাই নয়, ঐ অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন অভিযোগকারীরা। 
সম্প্রতি একটি ডিটারজেন্ট পাউডার কোম্পানীর ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে বিজ্ঞাপনে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। সেই বিজ্ঞাপনে মারাঠা জাতিকে অক্ষয় অপমান করেছেন, এমনটাই অভিযোগ করা হয়েছে ঐ অভিযোগ পত্রে। অভিযোকারীরা জানিয়েছেন, ঐ বিজ্ঞাপনে অক্ষয় কুমারের বেশভূষা এবং কথাবার্তা মারাঠা জাতিকে অপমান করেছে।
ডিটারজেন্ট সাবানের বিজ্ঞাপনে অক্ষয় কুমার একজন মারাঠা যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাঁর ভূমিকা মারাঠা সংস্কৃতিকে আঘাত করেছে বলে উল্লেখ করেছেন দুই অভিযোগকারী, শুধু তাই নয়, অক্ষয়ের ভূমিকা ছত্রপতি শিবাজিকেও অবমাননা করেছে এবং গোটা মারাঠা জাতির ভাবাবেগকে অসম্মান করছে বলে ওরলি থানায় অভিযোগ জানানো হয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages