প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম বোন্দা উপজাতির শিল্পীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম বোন্দা উপজাতির শিল্পীরা

Share This
দেশের খবর

আজ খবর, ভুবনেশ্বর, ওড়িশা, ২৪/০১/২০২০ : ওড়িশার মালকানগিরির মাওবাদী অধ্যুষিত এলাকার বোন্দা উপজাতির লোকনৃত্যের শিল্পীরা এই প্রথম প্রজাতন্ত্র দিবসের দিন  ভুবনেশ্বরে ওড়িশার কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন। 
আর দুদিন পরেই যেমন রাজধানী দিল্লীতে দেশের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হতে চলেছে, তেমন প্রতিটি রাজ্যের রাজধানীতেও সাড়ম্বরে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ২৬শে জানুয়ারি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের কুচকাওয়াজে এবার অংশ নেবেন বোন্দা উপজাতির আদিবাসী শিল্পীরা। ওড়িশার মালকানগিরি অঞ্চল অরণ্যাবৃত এবং মাওবাদী উপদ্রুত এলাকা, এখানকার আদিবাসী শিল্পীদের সরকারি সহযোগিতায় উন্নয়নের আলো দেখানো হচ্ছে। আজ ভুবনেশ্বরে নিজেদের প্রচলিত পোশাক পড়ে বোন্দা শিল্পীরা শেষবার রিহার্সাল সেরে নিলেন।
ভুবনেশ্বরের কুচকাওয়াজে অংশ নেবে ওড়িশা স্কেটিং একাডেমির ছাত্ররাও। এবারে তাদের থিম হল পলিথিন মুক্ত ভুবনেশ্বর এবং দূষণমুক্ত সবুজ ভারত। আজ ফাইনাল রিহার্সালে উপস্থিত ছিলেন ওড়িশার ডিজিপি শ্রী অভয় ।
২৬ তারিখে ভুবনেশ্বরে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল গনেশি লাল, শিল্পী ও ফৌজের অভিবাদনও গ্রহণ করবেন তিনি। উপস্থিত থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।  

সৌজন্যে : ANI

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages