![]() |
রশিদ আহমেদ |
আজ খবর (বাংলা), বারাণসী, উত্তর প্রদেশ, ২০/০১/২০২০ : বারাণসীর পথে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (ISI) এজেন্ট; গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন সেই আইএসআইয়ের চরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাণসীতে।
উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ বছর বয়সী যাকে ধরা হয়েছে, তার নাম রশিদ আহমেদ। সে থাকে চিত্তপুরে। এই যুবক পাকিস্তানে গিয়েছিল আর দুবারই পাকিস্তানের আইএসআই দেখা করেছিল। অভিযুক্ত এই যুবক আর্মি বেসের ভিডিও তুলছিল এবং নিজের মোবাইল থেকে সেগুলি পাকিস্তানের নম্বরে পাঠাচ্ছিল ; এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত যুবকের ওপর কয়েকদিন ধরেই নজর রাখা হয়েছিল। সে তার নিজের মোবাইল থেকেই আর্মি বেসের ছবি তুলেছিল বলে জানতে পৰ গিয়েছে। এই যুবকের ব্যাপারে গোপন সূত্র থেকে জানতে পেরে একসাথে অভিযান চালিয়েছিল মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিট এবং টেরর স্কোয়াড (ATS). সংবিধানের ১২৩ নম্বর ধারায় পাকিস্তানের গুপ্তচর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে জেরা করছে।
Loading...