ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি ২০ ম্যাচের আপডেট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি ২০ ম্যাচের আপডেট

Share This
 খেলাধুলা

আজ খবর (বাংলা), অকল্যান্ড, নিউজিল্যান্ড , ২৬/০১/২০২০ : আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল, পাঁচ সিরিজের টি২০ ম্যাচের খেলায় প্রথম ম্যাচে ভারত জিতে সিরিজে ১-০ স্কোরে এগিয়ে রয়েছে। আজ শুরু হয়েছে দ্বিতীয় টি ২০ ম্যাচ।
আজ টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছে।  ভারতীয় বোলাররা প্রথম থেকেই আজ বল হাতে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডের স্কোরকে  রীতিমত শাসন করে গিয়েছেন। ২০ ওভারের শেষে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ৫ উইকেট হারিয়ে মোট ১৩২ রান তুলতে পেরেছে।
ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০ বলে ৩৩ রান করেছেন, কলিন মনরো করছেন ৫ বলে করেছেন ২৬ রান, কেন উইলিয়ামসন ২০ বলে ১৪ রান, গ্র্যান্ড হোম ৫ বলে ৩ রান, রস টেলর ২৪ বলে ১৮ রান এবং সেইফার্ট ২৬ বলে ৩৩ রান তুলেছেন। 
ভারতীয় বোলারদের মধ্যে আজ রবীন্দ্র জাদেজা পেয়েছেন দুটি উইকেট, তিনি ৪ ওভারে মোট ১৮ রান দিয়েছেন। সিবাম দুবে ২ ওভার বল করে ১৬ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। যশপ্রীত বুমরা ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন, শার্দুল ঠাকুর ২ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। চাহাল ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন, কোনো উইকেট পান নি; মহম্মদ সামি ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন, কোনো উইকেট তিনিও পান নি।
ভারতের সামনে এখন জয়ের জন্যে রানের লাক্ষামাত্র হল ১৩৩ রান, ব্যাট হাতে ভারতীয় ইনিংস শুরু করতে নেমেছিলেন  দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল। কিন্তু প্রথম ওভারেই ৮ রান করে রোহিত শর্মা টিম সৌদির বলে স্লিপে দাঁড়ানো রস টেলরের হাতে ধরা পরে যান, ক্রিজে ব্যাট করতে নেমেছেন ভারতীয় দলের  অধিনায়ক বিরাট কোহলি ভারতের স্কোর ২ ওভারে ১৩ রানে ১ উইকেট।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages