আজ খবর (বাংলা), কলকাতা, ১২/০১/২০২০ : দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন পশ্চিমবঙ্গে। গতকাল বিকেল ৪টে নাগাদ তিনি এসে পৌঁছেছিলেন কলকাতায়, একগুচ্ছ কর্মসূচি সেরে রাত্রিবাস করেছেন বেলুড়মঠে। আজ ভোর বেলায় মহারাজদের সাথে টিনার সাক্ষাৎ হয়, তাঁদের সাথে আলাপচারিতা, ধ্যান এবং আরতি দেখে তিনি বেলুড় মঠ থেকে ফিরে আসেন। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই নরেন্দ্র মোদী উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানান এবং যুব দিবসের শুভেচ্ছাও জানান।
কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি আজ বলেন, "আমাদের দেশে মোট ৭৫০০ কিলোমিটার সমুদ্র সৈকত রয়েছে। সেই সৈকতগুলি যেমন বন্দরের কাজের জন্য উপযোগী, তেমন পর্যটনের জন্যেও উপযোগী। বন্দরগুলি হল দেশের সার্বিক উন্নয়নের তোরণ। এই তোরণগুলি দিয়েই বাণিজ্য হয় প্রতি বছর, এই বন্দরগুলির উন্নয়ন তাই খুবই প্রয়োজন। কলকাতার বন্দরটিও খুব গুরুত্ত্বপূর্ণ।" গতকাল এই বন্দরের নতুন নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। মোদী মনে করিয়ে দেন, কলকাতার এই বন্দরের ওপর অনেকটাই নির্ভর করে থাকে ভুটান, নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের মত দেশগুলি। যেখান থেকে বন্দর কর্তৃপক্ষের আয়ও হয়:
গত পাঁচ বছরে, এই বন্দর থেকে মাল সরিয়ে নেওয়া বা স্থানান্তরিত করার কাজগুলির অনেকটা উন্নতি হয়েছে, বন্দরের মাল স্থানান্তর করতে আগে যা সময় লাগত, বিভিন্ন রকম পরিকাঠামোর উন্নতির ফলে এখন অর্ধেক সময় লাগছে। এগুলি হল উন্নয়নের এক একটি ধাপ।
সব কর্মসূচি সমাপ্ত করে নরেন্দ্র মোদি বিমানে রওনা দেন দিল্লীর উদ্দেশ্যে।
Loading...