আজ খবর, নতুন দিল্লী, ২০/১২/২০১৯ : রাজনীতি অনেক বড় সংখ্যায় হাজির হয়েছিলেন মানুষ, তাঁদের হাতে ছিল গান্ধীজি, বি আর আম্বেদকরের ছবি দেওয়া প্ল্যাকার্ড। তাঁরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন "আজাদী" (স্বাধীনতা) এবং 'তানাশাহী নেহি চলেগি' (স্বেচ্ছাচার চলবে না) বলে, দলে দলে মানুষ জমায়েত করেন দিল্লীর জামা মসজিদের সামনে।
এমনিতেই আজ শুক্রবার থাকায় জামা মসজিদে নামাজ পড়ার ভিড় থাকে অন্য দিনের তুলনায় অনেক বেশি। তার ওপর সিটিজেনস এমেন্ডমেন্ট আইন বিরোধী এই জমায়েত পুরোন দিল্লীর যান চলাচলকে রীতিমত স্তব্ধ করে দেয়। এই জামায়াতের মিছিল দিল্লীর জামা মসজিদ থেকে যাবে যন্তর মন্তর পর্যন্ত। প্রথমে দিল্লী পুলিশ এই মিছিলের অনুমতি দিতে না চাইলেও পরে অনুমতি দিয়ে দেয়;
দিল্লীর এই ঐতিহাসিক মসজিদের সামনে যাঁরা আজ প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা হলেন ভীম দলের মানুষ, তাঁদের নেতা চন্দ্র শেখর আজাদকেও আজ এই মিছিলে দেখতে পাওয়া যায়; গোটা প্রতিবাদ সভা ও মিছিলের ওপর কড়া নজরদারি চালাচ্ছে দিল্লী পুলিশ, নজরদারি চালাতে আকাশে ড্রোন ওড়াচ্ছে পুলিশ। দিল্লী পুলিশের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের জন্যে কয়েক দফায় আবেদন করা হয়েছে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে।
সৌজন্যে : ANI
Loading...