আজ খবর, নতুন দিল্লী, ১৮/১২/২০১৯ : উন্নাও ধর্ষণ কাণ্ডে আজ দিল্লীর ডিস্ট্রিক্ট কোর্টে পেশ করা হল ধর্ষিতার কাকাকে। এঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ইনি কোর্টের অর্ডার এবং অন্যান্য সরকারি কাগজপত্রে সাদা কালী বা হোয়াইটনার লাগিয়ে সেগুলিকে বিকৃত করেছিলেন। এই ঘটনায় ধৃত ধর্ষিতার কাকাকে দিল্লীর তিহার জেলে রাখা হয়েছিল, আজ তাঁকে আদালতে পেশ করা হল কড়া নিরাপত্তার চাদরে মুড়ে।
২০১৭ সালের জুন মাসে উন্নাওয়ে চাকরি খুঁজতে আসা একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল বাঙ্গারমাও থেকে চারবার জিতে আসা বিজেপির বিধায়ক সেঙ্গার, বিজেপি তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, আদালত ইতিমধ্যেই সেই প্রাক্তন বিজেপি নেতাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেছে, যদিও তার সাজা এখনো ঘোষণা করেনি আদালত। তবে খুব শীঘ্রই তাকে সাজা শোনাবে আদালত।এই মামলায় সেঙ্গারের সাথে থাকা আর এক অভিযুক্ত শশী সিংকে 'বেনিফিট অফ ডাউটে' খালাস দেয় আদালত।
Loading...