ফের কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফের কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

Share This
রাজনীতি

আজ খবর, কলকাতা, ২৪/১২/২০১৯ : সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও নাগরিকপঞ্জী বিলের প্রতিবাদে আজ ফের কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। CAA ও NRCর প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন, প্রায় প্রতিদিন সেই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে তিনি কলকাতার রাজপথে নেমেছেন, জনসংযোগ, জনসভা ও পদযাত্রার  মাধ্যমে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করে এই আইনের বিরুদ্ধে আন্দোলনকে এক অন্য্ মাত্রা দিয়েছেন।তাঁর সঙ্গে রয়েছে বিপুল সংখ্যক মানুষের সমর্থন।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে পদযাত্রা শুরু  করেন, অসংখ্য মানুষ তাঁর পদযাত্রায় পা মেলান, কাতারে কাতারে মানুষের সমর্থন নিয়ে সেই পদযাত্রা বিবেকানন্দ রোড ধরে মানিকতলা হয়ে কাঁকুড়গাছির দিকে এগিয়ে চলেছে। এই পদযাত্রা সমাপ্ত হবে বেলেঘাটায় মহাত্মা গান্ধীর বাড়ির সামনে গিয়ে। পদযাত্রায় মমতার সাথে কাঁসর  বাজিয়ে অনেককে তালে তাল মিলিয়ে হাঁটতে  দেখা যায়; 
পদযাত্রার আগে মমতা বলেন, "আজকের আন্দোলন হল সারা ভারতের অধিকার রাখার আন্দোলন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সারা দেশেই এনআরসি হবে, আবার প্রধানমন্ত্রী বলছেন তাঁরা এমন কথা নাকি বলেন নি; বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না; আপনারা(বিজেপি) দেশে হিংসা ছড়াচ্ছেন, দিল্লী জ্বলছে, উত্তর প্রদেশ জ্বলছে। কর্ণাটক জ্বলছে আর সব জায়গায় বিজেপির পুলিশ রয়েছে। বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে, আমরা বাংলাকে কিছুতেই ভাগ হাতে দেব না; মতুয়াদেরকে নিয়ে কেন অসত্য কথা বলছেন ? মতুয়ারা সকলেই এদেশের নাগরিক।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages