সিএবি নিয়ে আনন্দে রাজস্থানের পাকিস্তানী শরণার্থীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিএবি নিয়ে আনন্দে রাজস্থানের পাকিস্তানী শরণার্থীরা

Share This
 দেশের  খবর

আজ খবর, যোধপুর, রাজস্থান - ২৪/১২/২০১৯:  এমেন্ডমেন্ট বিল আইনে পরিণত হয়ে যাওয়ায় রাজস্থানের যোধপুরে পাকিস্তান থেকে আসা শরণার্থীরা আনন্দে নেচে উঠল. দেশভাগের আগে এবং পরে,  বহু মানুষ  এই   অঞ্চল ছেড়ে  পাকিস্তানে চলে গিয়েছিলেন। এইসব মানুষের মধ্যে রয়েছে বেশিরভাগ আদিবাসী, সিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ। 
রাজস্থানের যোধপুর অঞ্চলের বেশ কিছু গ্রামে ভীল  সম্প্রদায়ের মানুষের বাস, যারা স্বাধীনতার আগে বা দেশ ভাগের সময় পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল অন্ন সংস্থানের জন্যে, তারা  সবাই ধর্মের ভিত্তিতে  চলে যায়নি। তারা গিয়েছিল নিজেদের এবং পরিবারের অন্ন সংস্থান করতে; পরে  তারা  ভারতে ফিরে আসে এবং যোধপুর অঞ্চলে স্থায়ী ভাবে বসবাস করতে থাকে। এইসব মানুষরা এতদিন ভারতের নাগরিকত্ব পায়নি। কিন্তু সংসদে  এমেন্ডমেন্ট আইন তৈরী হয়ে যাওয়ার পর তাদের সেই অসুবিধা দূর হতে  চলেছে;
এই   উৎসবে সামিল হাতে দেখা গেল; এই  যারা  বৃদ্ধ, তাদের আনন্দ সবচেয়ে বেশি, কেননা পাকিস্তানে চলে যাওয়ার সিদ্ধান্ত তারাই একসময় .নিয়েছিল, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলেও তারা সেই সময় চলে গিয়েছিল নিজেদের এবং পরিবারের অন্ন জোগাড়ের জন্যেই। কিন্তু ভারতে উন্নয়ন অনেক দ্রুত হাওয়ায় তারা ফিরে নিজেদের জায়গায়, কিন্তু আইনের গেরোয় আটকে নিজ ভূমেই প্রবাসী হয়ে থাকতে হচ্ছিল তাদের। এবার মুখে হাসি ফুটেছে এইসব মানুষের।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages