আজ খবর, নাগপুর, ১৬/১২/২০১৯ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা বিতর্কিত মন্তব্য, 'আমি রাহুল সাভারকার নই ' এর বিরোধিতা করতে বিজেপির বিধায়কেরা আজ মাথায় কামলা রঙের টুপি পরে নাগপুর বিধানসভায় প্রবেশ করেন। প্রত্যেকটি টুপিতে সাদা রং লেখা ছিল "আমি সাভারকার";
কেন্দ্র সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের নামকে বিকৃত করে ঝাড়খণ্ডের গোড্ডার জনসভা থেকে রাহুল গান্ধী বলেছিলেন, এখন আর 'মেক ইন্ডিয়া' নয় এখন বলতে হবে 'রেপ ইন ইন্ডিয়া'। রাহুল গান্ধীর করা এই মন্তব্যে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিল বিজেপি শিবির। লোকসভা এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল, বিজেপির তরফ থেকে রাহুক গান্ধীকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তার প্রত্যুত্তরে রাহুল গান্ধী বলেছিলেন, "আমি কিছুতেই ক্ষমা চাইব না, আমি যা কিছু বলেছি তা একেবারে সত্য, আর সত্যি কথা বলার জন্যে আমি ক্ষমা চাইব না; আমি রাহুল গান্ধী, আমি রাহুল সভারকর নই;"
স্বাধীনতা সংগ্রামী বীর সভারকরকে নিয়ে এইরকম মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মহারাষ্ট্রের বিজেপি বিধায়করা আজ মহারাষ্ট্রের শীতকালীন বিধানসভায় যোগ দিতে নাগপুর বিধানসভায় পৌঁছান মাথায় কমলা রঙের টুপি পড়ে, যাতে লেখা ছিল "আমি সাভারকার"; মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশকেও একইভাবে বিধানসভায় আসতে দেখা যায়।
সৌজন্যে : ANI
Loading...