আজ খবর (বাংলা), কোল্লাম, তামিলনাড়ু, ৩০/১২/২০১৯ : পাবলিক প্লেসে আলপনা আঁকার জন্যে সাতজনকে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ। আলপনার বিষয় ছিল 'নো সিএএ' এবং 'নো এনআরসি', এবং সেগুলি আঁকা হয়েছিল তামিলনাড়ুর ভিভিআইপিদের বাড়ির সদর দরজার বাইরে, আর সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছিল সাত রঙ্গোলি শিল্পীকে, পরে অবশ্য তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
কোল্লামে আলপনা বা রঙ্গোলি করার চল রয়েছে বহুদিন থেকেই। অসাধারন রঙ্গোলি করার জন্যে অনেকে পুরস্কৃতও হয়েছেন এখানে, কিন্তু এবার পুরস্কারের বদলে মিলল তিরস্কার। দেশে সবে মাত্র পাস হয়েছে 'সিটিজেনস এমেন্ডমেন্ট আইন', যা অমুসলিম শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার জন্যে বানানো হয়েছে এবং 'এনআরসি' নিয়ে কথা বার্তা চলছে, যা দেশে অবৈধ অনুপ্রবেশকে আটকানোর জন্যে বানানো হতে পারে, যদিও এনআরসির ব্যাপারে কিছুই এখনো পর্যন্ত চূড়ান্ত হয় নি;
চেন্নাইতে এই দুই আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে, গত সপ্তাহে ডিএমকের নেতৃত্বে এখানে বড়সড় অথচ শান্তিপূর্ণ পদযাত্রার সাক্ষী থেকেছে চেন্নাইবাসী, পদযাত্রা করেছিল 'তামিলনাড়ু দাউহীদ জামাত' নামে আর এক সংগঠনও । কিন্তু গতকাল ডিএমকে প্রধান স্ট্যালিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি ও ডিএমকের সাংসদ কানিমোঝির চেন্নাইয়ের বাসভবনের সদর দরজার ঠিক সামনেই 'নো সিএএ' এবং 'নো এনআরসি' সম্বলিত বিশালাকার আলপনা বা রঙ্গোলি তৈরী করেন কিছু শিল্পী। অবৈধভাবে জামায়েত এবং পাবলিক প্লেসে এভাবে রঙ্গোলি করার জন্যেই পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছিল, পরে অবশ্য তাঁদেরকে ছেড়ে দেয় পুলিশ।
সৌজন্যে : ANI
Loading...