যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধৈর্যের পরীক্ষা দিলেন রাজ্যপাল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধৈর্যের পরীক্ষা দিলেন রাজ্যপাল

Share This
ফাইল চিত্র 

আজ খবর, কলকাতা, ২৩/১২/২০১৯ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যত হেনস্থাই করা হল রাজ্যপালকে। সমাবর্তন অনুষ্ঠানের আগে কোর্ট বৈঠকে রাজ্যপাল আজ গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রথম থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপালের আসার বিষয়ে বিরোধিতা করছিলেন। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজ্যপাল জগদীপ ধনকর পৌঁছাতেই ছাত্র-ছাত্রীরা তাঁর গাড়ি ঘিরে রেখে কালো পতাকা দেখাতে  থাকে, গো ব্যাক স্লোগান তোলে। বেশ কিছুক্ষণ রাজ্যপালকে নিজের গাড়িতে বসে থাকতে হয়; 
এরপর রাজ্যপাল তাঁর রক্ষীদের সাহায্যে প্রবেশ করেন অরবিন্দ হলে, সেখানে উপাচার্যের সাথেও দেখা হয় তাঁর। এদিকে ছাত্র ছাত্রীরা অরবিন্দ হলের্ বাইরে থেকে মুহুর্মুহু স্লোগান তুলতে থাকে, এবং বার বার দাবি করতে থাকে যে, রাজ্যপালকে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে; ছাত্র ছাত্রীদের জোড়ালো দাবির সামনে রাজ্যপাল ধনকরকে ছাত্র ছাত্রীদের সামনে এসে দাঁড়াতে হয়, এবং তাদের প্রশ্নের মুখে পড়তে হয়; ঠায় দাঁড়িয়ে থেকে উপস্থিত ছাত্র ছাত্রীদের একের পর এক প্রশ্নের উত্তর যথেষ্ট ধৈর্যের সাথে দিতে থাকেন রাজ্যপাল।
ছাত্রদের প্রশ্নের মূল বিষয় ছিল, সিটিজেনস এমেন্ডমেন্ট আইন, এনআরসি ও এমআরপি। রাজ্যপাল এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে সময় চেয়ে নেন, তিনি জানান যে কোনো জায়গায়, যেকোনো রকম অশান্তির বিরুদ্ধে তিনি। আইনের মধ্যে থেকে কাজ করার বার্তা দেন তিনি। কিছু ক্ষেত্রে রাজ্যপালকে ঠিকমত উত্তর দিতে দেওয়াও হচ্ছিল না, উত্তর দেওয়ার সময়েই ফের আরেক প্রশ্ন করে বিব্রত করে দেওয়ার ছবিটা স্পষ্ট হতে থাকে। তবুও বেশ কিছুক্ষণ ধরে ধৈর্যের সাথে উত্তর দেওয়ার পর, তিনি ছাত্র ছাত্রীদের সংশয় দূর করার জন্যে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। রাজ্যপাল কোর্ট বৈঠক বাতিল ঘোষণা করেন। আগামীকাল সমবর্তন হবে, তবে বিশেষ সমাবর্তন হবে না। আজ সন্ধ্যেবেলায় রাজভবনে উপাচার্যকে ডেকেছেন রাজ্যপাল। রাজ্যপাল কোর্ট বৈঠক বাতিল ঘোষণা করতে পারেন না, সেটা পারেন একমাত্র উপাচার্য, এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages