ছাত্র আন্দোলনের আগুনে ঘি পড়ল, দেশজুড়ে বিক্ষোভ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ছাত্র আন্দোলনের আগুনে ঘি পড়ল, দেশজুড়ে বিক্ষোভ

Share This
দেশের খবর
লখনৌ কলেজে বিক্ষোভ 

আজ খবর, নতুন দিল্লী, ১৬/১২/২০১৯ : গতকাল থেকেই দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে শীতের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। এই কলেজের বেশ কিছু ছাত্র ছাত্রীরা সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির প্রতিবাদে পথে নেমেছিলেন। গতকাল রাত্রে পুলিশ কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে হস্টেলের ছাত্রদের ওপর নিগ্রহ করেছে, এমনটাই অভিযোগ উঠেছে। এর প্রতিবাদেই গর্জে উঠেছে দেশের বিভিন্ন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি। 
সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির বিরুদ্ধে প্রথম থেকেই আন্দোলন চালাচ্ছিল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির একাধিক ছাত্র সংগঠনগুলি। গতকাল জামিয়া মিলিয়া কলেজ ক্যামপাসে পুলিশের প্রবেশ এবং নিগ্রহের ঘটনায় ছাত্র আন্দোলনের আগুনে ঘি পড়ল বলেই মনে করা হচ্ছে। 
গতকাল জামিয়া মিলিয়া কলেজ ক্যাম্পাসে পুলিশি নিগ্রহের প্রতিবাদে দিল্লীর রাজপথেই সোচ্চার হয়েছে ছাত্র সংগঠনগুলি। আন্দোলনের রেশ ছড়িয়েছে বিভিন্ন রাজ্যেও। উত্তর প্রদেশ, হায়দ্রাবাদ, কলকাতায় আন্দোলন ছড়িয়ে পড়েছে। উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ব বিদ্যালয়ে ছাত্র সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে, লখনৌতেও  ছাত্রদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার " ঘটনা সামনে আসছে। কলকাতায় যাদবপুর ও আলিয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দেখিয়েছে। জামিয়া মিলিয়া কলেজের অধ্যক্ষ বলেছেন, তিনি বা কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে পুলিশ ডাকেননি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'এইভাবে বলপূর্বক কোনো ছাত্রকে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্যে ব্যবস্থা নিতে পারে না পুলিশ। পুলিশের কাজ হল পরিস্থিতি শান্ত রাখা।' 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages