আজ খবর, ত্রিবান্দম, ২০/১২/২০১৯ : গতকাল কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হিংসাত্মক হামলায় পরিণত হয়েছিল। ম্যাঙ্গালুরুতে এই ঘটনায় ২ জন নিহত হয়েছিলেন এবং অন্তত ২০ জন পুলিশ কর্মী গুরুতর ভাবে আহত হয়েছিলেন। সেখানে একটি বাস টার্মিনাসে উত্তেজিত জনতা পাথর ছুঁড়তে শুরু করলে এক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং একটি বাস সম্পূর্ণ বিদ্ধস্ত হয়েছিল।
কর্ণাটকের পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে বেশ কয়েকজন কেরালার সাংবাদিককেও আটক করেছিল পুলিশ। এই ব্যাপারে কেরালা সরকারে তরফ থেকে কর্ণাটক সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ওই সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয়; এ ব্যাপারে কেরালা পুলিশের ডিজিপি লোকনাথ বেহরা পুরো বিষয়টি নিয়ে তদ্বির করেছেন এবং কেরালার রেভিনিউ মন্ত্রী ই চন্দ্রশেখরন এএনআইকে জানিয়েছেন, "কর্ণাটক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কেরালা পুলিশ আটক হওয়া সাংবাদিকদের নামের তালিকা দিলেই তাঁদের ছেড়ে দেওয়া হবে";
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরালা সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হবে যাতে ম্যাঙ্গালুরুতে আটক হওয়া সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত থাকে। কেরালা সরকারের তরফ থেকে কর্নাটক সরকারের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এই ব্যাপারে, খুব শীঘ্রই সাংবাদিকরা কেরালায় ফিরে আসবেন বলে আশা করছেন তিনি।
সৌজন্যে : ANI
Loading...