হায়দ্রাবাদে এনকাউন্টারে নিহত চারজনের ফের অটোপ্সি করবে এইমস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হায়দ্রাবাদে এনকাউন্টারে নিহত চারজনের ফের অটোপ্সি করবে এইমস

Share This
 দেশের খবর

আজ খবর, নতুন দিল্লী, ২২/১২/২০১৯ : হায়দ্রাবাদে পশুচিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং পুলিশের এনকাউন্টারে মৃত চার জনের দেহের ফের একবার ময়না তদন্ত করা হবে; দ্বিতীয়বার অটোপ্সি করার জন্যে দিল্লীর এইমস থেকে তিনজন ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল পাঠানো হয়েছে হায়দ্রাবাদে। 
আজ  সকালেই প্রফেসর ডক্টর সুধীর গুপ্তা,  প্রফেসর ডক্টর আদর্শ কুমার ও প্রফেসর ডক্টর অভিষেক যাদব দিল্লী থেকে হায়দ্রাবাদে এসে পৌঁছেছেন। তাঁরা এই চার মৃতদেহের ফের একবার ময়না তদন্ত করে দেখবেন এবং সেই অনুযায়ী নতুন রিপোর্ট তৈরী করবেন। প্রসঙ্গত, মৃতদেহের দ্বিতীয়বার অটোপ্সি বিরল ঘটনা, এবং দ্বিতীয় বার অটোপ্সি করার জন্যে দেহগুলিকে বিষয়ে রাসায়নিক প্রয়োগ করে এমন ভাবে সংরক্ষিত করা হয়, যাতে বেশ কিছুদিন পরেও সেগুলি একইরকম থাকে এবং তাতে কোনো রকম পচন  না ধরে;
এই ব্যাপারে তেলেঙ্গানার স্পেশ্যাল চিফ সেক্রেটারি শান্তি কুমারী জানিয়েছেন, "দিল্লী এইমসের অনুমতিক্রমে গত ৬ই ডিসেম্বর হায়দ্রাবাদে পশুচিকিৎসককে গন ধর্ষণ ও হত্যার সাথে জড়িত, যাদের পুলিশ এনকাউন্টার করেছিল, সেই মৃত চারজনের মৃতদেহের ফের একবার ময়না তদন্ত করা হবে, যার জন্যে এইমসের ফরেনসিক টক্সিকোলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল হায়দ্রাবাদে এসে পৌঁছেছেন। তাঁরাই এই দেহগুলির ফের একবার ময়না তদন্ত করবেন।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages