আজ খবর, লন্ডন, ১০/১২/২০১৯ : সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিজের পকেটে রেখে দিলেন, তারপর সেই মোবাইলেই এমন একটি ছবি দেখলেন যার ফলে নিজেকে লজ্জিত এবং দেশের মানুষের কাছে ব্যাপকভাবে সমালোচিত হতে হল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। সমালোচনার চোটে পরে অবশ্য পুরো ব্যাপারটির জন্যে প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।ঘটনাটি ঘটেছে গতকাল। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল, যার জন্যে ক্ষমা চেয়ে নিতে হল ব্রিটেনের প্রধান মন্ত্রীকে ? জানা গেছে, গতকাল একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, আর সেখানে কিছুক্ষণ ধরেই উপস্থিত এক সাংবাদিক বরিসকে নিজের মোবাইল ফোনের কিছু একটা জিনিস দেখতে চাইছিলেন, কিন্তু বরিস তাতে পাত্তা দিচ্ছিলেন না; একসময় হঠাৎ করেই সেই সাংবাদিকের মোবাইল ফোনটি তিনি কেড়ে নিয়ে নিজের পকেটে পুড়ে নেন;
কিছুক্ষন পরেই তিনি মোবাইল ফোনটি ফের পকেট থেকে বের করেন এবং ঐ সাংবাদিকের অনুরোধেই তিনি মোবাইলে থাকা একটি ছবি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। ঐ ছবিতে দেখা যাচ্ছিল, ৪ বছরের একটি শিশু কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে। ইংল্যান্ডে এখন ভংকর ঠাণ্ডা, জানা যায় ঐ শিশুটি নিউমোনিয়া রোগে আক্রান্ত, এবং সে হাসপাতালের মেঝেতে শুয়ে রয়েছে, সাংবাদিকটি এই ছবিটি দেখিয়ে প্রধান মন্ত্রীর কাছে প্রতিকারের আশা করেছিলেন । অমানবিক এই ছবি দেখে স্তম্ভিত হয়ে যান বরিস জনসন। সাংবাদিকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে নিজের পকেটে রাখা এবং পরে মোবাইলের ছবি দেখে অনুতপ্ত হওয়ার পুরো ঘটনাটি আবার ভিডিও ক্যামেরা বন্দি হয়েছে; সোশ্যাল মিডিয়াতে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়, সমালোচনার ঝড় বইতে থাকে দেশ জুড়ে। ব্রিটেনে নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, তাই বিরোধীরাও এই ঘটনায় বরিসকে চেপে ধরার সুযোগ হাতছাড়া করতে চান নি; যাই হোক হাসপাতালে ভর্তি শিশুটির বিশেষ যত্ন নেওয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সৌজন্যে : ANI
Loading...