আজ খবর, নতুন দিল্লী, ১০/১২/২০১৯ : আগামী ১২ ও ১৩ তারিখে উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে আর এক দফা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করল দিল্লীর মৌসম ভবন; উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর , লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উঁচু জায়গাগুলিতে নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি আর তার সাথে তুষারপাতের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কাশ্মীরের উঁচু জায়গাগুলিতে এবং লাদাখে হালকা তুষার ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না;
দার্জিলিং, সিকিম ও অরুণাচল প্রদেশেও তাপমাত্রা কমবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে গোটা উত্তর ভারত জুড়েই শীতল হাওয়া বইতে শুরু করতে পারে। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এখনই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে, এই সপ্তাহের শেষের দিকে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ঘন কুয়াশাতেই ঢাকা থাকবে বলে মনে করা হচ্ছে। এর ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে রেল ও বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তবে ১৩ তারিখের পর তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে এবং আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা যাচ্ছে।
Loading...