ভুয়ো তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট করাতে গিয়ে জালে বিজেপি নেতা ও তাঁর পুত্র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভুয়ো তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট করাতে গিয়ে জালে বিজেপি নেতা ও তাঁর পুত্র

Share This
দেশের খবর

আজ খবর, অশোক নগর, মধ্যে প্রদেশ, ২৩/১২/২০১৯ : ভুয়ো তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট হাসিল করতে গিয়ে ধরা পড়লেন মধ্যে প্রদেশের বিজেপি নেতা কৃষ্ণ পাল যাদব ও তাঁর ছেলে সার্থক যাদব। নিজেদের জন্যে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্যে এই দু'জন প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়েছিলেন সরকারি দপ্তরে, কিন্তু ভুয়ো কাগজপত্র জমা করার জন্যে দুজনেই ধরা পরে যান এবং গতকাল সন্ধ্যেবেলায় এই দুজনের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে সংশ্লিষ্ট দপ্তর। 
সাধারণত, ওবিসি সার্টিফিকেট পেতে হলে বছরে পরিবারের আয় হতে হয় ৮ লাখ টাকার কম, কিন্তু বিজেপি নেতা কৃষ্ণপাল যাদব ও তাঁর পুত্র সার্থক যাদব তাঁদের  আয়  সংক্রান্ত যে সব কাগজ পত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা  করেছিলেন , তাতে দেখা যায়, বছরে তাঁদের পরিবারের মোট আয় আট লাখ টাকার অনেকটাই বেশি। প্রাথমিকভাবে ওই দপ্তর তাঁদের আয় সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে গিয়েই আসল তথ্য বেরিয়ে পড়ে;
কেন এই ধরনের কাগজপত্র তাঁরা জমা করেছেন, সেই ব্যাপারে সদুত্তর দিতে পারেন নি এই পিতা  পুত্র, এরপরেই বিষয়টি দিনের আলোর মত পরিস্কার হয়ে যায়, যে এঁরা ভুয়ো কাগজপত্র জমা দিয়ে ওবিসি সার্টিফিকেট বের করার চেষ্টা করছিলেন, কিন্তু সফল হতে পারলেন না, ধরা পড়ে গেলেন তার আগেই। তাঁরা তাঁদের বার্ষিক আয় যা দেখিয়েছিলেন তাঁদের প্রকৃত আয় তার থেকে অনেক বেশি। অশোক নগর জেলা প্রশাসন তাঁদের আবেদন নাকচ করে দেয়; বিজেপির এই আইন প্রণেতা সাংসদকে  ও তাঁর ছেলেকে মধ্যে প্রদেশের গুনা থেকে আটক করা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৮১ (প্রশাসক হিসেবে ভুল তথ্য দেওয়া), ১৮২ (আইনকে নিজের সুবিধামত ব্যবহার করে ভুয়ো তথ্য দেওয়া) ও ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages