কর্ণাটকের মৃত আন্দোলনকারীদের তৃণমূল দেবে ১০ লক্ষ করে টাকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কর্ণাটকের মৃত আন্দোলনকারীদের তৃণমূল দেবে ১০ লক্ষ করে টাকা

Share This
 রাজ্য
ফাইল চিত্র 

আজ  খবর,  কলকাতা, ১৬/১২/২০১৯ : কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে যে দুজন আন্দোলনকারীরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পারিবারদেরকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই কথা ঘোষণা করেছেন।

মমতার নেতৃত্বে সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ ও আন্দোলন করে যাচ্ছে  তৃণমূল কংগ্রেস। এই আইনগুলির প্রতিবাদ গোটা দেশে যেখানে হচ্ছে, সেগুলিকে সমর্থন করছেন মমতা, তবে তিনি বার বার জানিয়ে দিয়েছেন, প্রতিবাদ আন্দোলন সবটাই হওয়া উচিত গণতান্ত্রিক ভাবে, কোনো হিংসাত্মক আন্দোলনকে তিনি সমর্থন করেন না;
সিএএ ও এনআরসির বিরুদ্ধে তাই তিনি গণতান্ত্রিকভাবে পথে নেমে পদযাত্রার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অসংখ্য মানুষকে পাশে পেয়েছেন তিনি। অন্যান্য রাজ্য  থেকেও জন সমর্থন পাচ্ছেন তিনি, অন্যান্য বিরোধী দলগুলিও তাঁর এই প্রতিবাদ আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছে। এবার কর্নাটকে যে দুজন আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিলেন, তাঁদের দুই পরিবারের হাতেই ৫ লক্ষ টাকা করে তুলে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। 
তিনি ক্ষতিপূরণের কথা ঘোষণা করার পাশাপাশি, দেশের ছাত্র যুবাদের ডাক দিয়েছেন সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির বিরুদ্ধে লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তবে এ কথাও তিনি মানে করিয়ে দিয়েছেন, আন্দোলন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই। কোনোরকম হিংসাত্মক আন্দোলনকে তিনি সমর্থন করবেন না।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages