মোক্ষম বদলা নিল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মোক্ষম বদলা নিল ভারত

Share This
খেলাধুলা

আজ খবর, বিশাখাপত্তনম, ১৮/১২/২০১৯ : বিরাট ব্রিগেডের বিরাট রান, দূরন্ত জয় পেল  ভারত। আজ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমত ছেলে খেলা করল ভারতীয় ক্রিকেট দল; ব্যাটে বলে অসাধারন পারফর্মেন্সের পুরস্কার স্বরূপ ১০৭ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে প্রথম ওয়ানডে ম্যাচের বদলা নিল  টিম ইন্ডিয়া। 
ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায়। ব্যাট হাতে প্রথম থেকেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রোহিত শর্মা ও কে এল রাহুল। ১৩৮ বলে ১৫৯ রান করে মাঠ ছাড়েন রোহিত শর্মা, কে এল রাহুল ১০৪ বল খেলে ১০২ রান তোলেন, অধিনায়ক বিরাট কোহলিকে শূন্য রানেই ফিরে যেতে হলেও শ্রেয়স আয়ার  ৩২ বলে ৫৩ রান করেন, উইকেটের উল্টোদিকে তখন ব্যাটে ঝড় তোলেন উইকেট কিপার ঋষভ  পন্থ, তিনি মাত্র ১৬ বলে করেন ৩৯ রান; এছাড়া কেদার যাদব ইনিংসের শেষে খেলতে নেমে ১০ বলে তোলেন  ১৬ রান; ভারতের স্কোর হয় ৩৮৭ /৫;
ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেল পেয়েছেন ২টি উইকেট,  কিমো  পল, আলজারি জোসেফ ও পোলার্ড পেয়েছেন একটি করে উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ছিল ৩৮৮ রানের পাহাড় প্রমান টার্গেট, সেই টার্গেট তাড়া করতে নেমে এলভিন লুইস ৩০ বলে ৩৫ রান করেন, সে হোপ ৮৫ বলে ৭৮ রান তোলেন, পুরন ৪৭ বলে ৭৫ রান তোলেন, কিমো পল ৪২ বলে ৪৬ রান করেন। এছাড়া বাকি ব্যাটসম্যানদের রান উল্লেখযোগ্য নয়; উল্লেখযোগ্য হল ভারতীয় বোলারদের পারফর্মেন্স। কুলদীপ যাদব আজ হ্যাট্রিক উইকেট পেয়েছেন, তিনি মোট ৫২ রান (১০ ওভার)  দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন, 
মহম্মদ সামি ৭.৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন, রবীন্দ্র জাদেজা ১০ ওভার বল করে ৭৪ রান দিয়ে পেয়েছেন ২টি উইকেট, শার্দুল ঠাকুর ৮ ওভার বল করে ৫৫ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। দীপক চাহার ও শ্রেয়স আয়ার আজ কোনো উইকেট পাননি। ৪৩.৩ ওভারের শেষে ১০ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৮০ রানে। 
তিন সিরিজের এই খেলায় সমতা  ফিরল ১-১ স্কোরে, আগের ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, এবার  ভারত জিতল। ফাইনাল ম্যাচ খেলা  রবিবার। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages