আজ খবর, নতুন দিল্লী, ১৩/১২/২০১৯ : শেষমেষ উত্তর পূর্ব রাজ্যে অমিত শাহের যাওয়া বাতিল করল কেন্দ্র সরকার। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর এই যাত্রা বাতিল নিয়ে কোনো কারন দেখায়নি কেন্দ্র। তবে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল;
আগামী রবিবার মেঘালয়ের পুলিশ বাজারের কাছে মেঘালয় নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমির র একটি অনুষ্ঠাবে যোগ দিতে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। তার পরের দিন অরুণাচল প্রদেশের তাওয়াংএ একটি উৎসবে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এই অঞ্চলগুলির রাজনৈতিক পরিস্থিতি এখন খুব খারাপ, উত্তর পূর্বের রাজ্যগুলিতে চলছে কারফিউ।
সিটিজেনস এমেন্ডমেন্ট বিলের প্রতিবাদে দুইদিন আগেও শিলংএ পথ অবরোধ, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটে গিয়েছে। সন্ধ্যের সময় প্রতিবাদীদের মশাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছে। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে এখন অগ্নিগর্ভ অবস্থা থাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর পূর্ব রাজ্যগুলিতে দুইদিনের সফর বাতিল করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
Loading...