নতুন আর্মি চিফ নারাভানে, দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ হলেন রাওয়াত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নতুন আর্মি চিফ নারাভানে, দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ হলেন রাওয়াত

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ৩১/১২/২০১৯ : দেশের ২৮তম আর্মি চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ মুকুন্দ নারাভানে। তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলেন প্রাক্তন  আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াত। সেই সঙ্গে দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ (CDS) হলেন বিপিন রাওয়াত।
মনোজ মুকুন্দ নারাভানে এর আগে আর্মির ভাইস চিফ হিসেবে কাজ করছিলেন। আজই  আর্মি চিফ হিসেবে বিপিন রাওয়াতের মেয়াদ শেষ হল; এবার তিন সেনা প্রধান একই ব্যাচ মেট হয়ে গেলেন। আর্মি চিফ মনোজ মুকুন্দ নারাভানে, বায়ু সেনা প্রধান আর কে এস বাহাদুরিয়া এবং নেভি চিফ এডমিরাল করমবীর সিং এঁরা তিনজনেই ন্যাশনাল ডিফেন্স একাডেমির ৫৬ ব্যাচ থেকে উঠে এসেছেন।
বিপিন রাওয়াত দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই এই পদের কথা উল্লেখ করেছিলেন, এবং এই পদটির নতুন করে সূচনা করা  হল; সরকারের প্রয়োজনে, ভারতীয় বায়ু সেনা, আর্মি এবং নৌবাহিনীর হয়ে এবার থেকে সরকারের সাথে সেতু হিসেবে যোগাযোগ রক্ষা করবে এই চিফ ডিফেন্স স্টাফ। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সরকার যেমন এতদিন বায়ু সেনা, নৌবাহিনী বা আর্মির সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করত, আলাদা আলাদাভাবে নির্দেশ দিত, এখন থেকে তার বদলে সরকার শুধুমাত্র চিফ ডিফেন্স স্টাফের সাথেই বৈঠক করবে বা নির্দেশ দেবে। চিফ ডিফেন্স স্টাফ তিনটি বাহিনীর শীর্ষে  থাকবে। সেদিক থেকে দেখতে গেলে বিপিন রাওয়াতের আরও পদন্নতিই হল।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages