সেঙ্গারকে দোষী সাব্যস্ত করল আদালত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সেঙ্গারকে দোষী সাব্যস্ত করল আদালত

Share This
দেশের খবর

আজ খবর, নতুন দিল্লী, ১৬/১২/২০১৯ : অবশেষে দোষী সাব্যস্ত হল ২০১৭ সালে উন্নাওয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত কূলদীপ সিং সেঙ্গার। ভারতীয় সংবিধানের পকসো আইনে দোষী সাব্যস্ত করা হল বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপকে। সম্ভবতঃ  ফেব্রুয়ারি মাসে তার সাজা শোনাবে আদালত। 
২০১৭  সালে উন্নাওয়ের নাবালিকা মেয়েটিকে অপহরণ করা হয় এবং ৯ দিন ধরে আটকে রেখে তিনজন মিলে  ধর্ষণ করে; পুলিশে অভিযোগ জানানোর পর মেয়েটির বাবাকে পুলিশ গ্রেপ্তার করে অস্ত্র রাখার দায়ে, সেই গ্রেপ্তারির সাত দিনের মধ্যেই জেল হেফাজতেই মৃত্যু হয় মেয়েটির বাবার। মেয়েটি কাতর কন্ঠে দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে বাঁচাতে অনুরোধ করে। এরপরেই পুলিশের ওপর মহল নড়েচড়ে বসে, সিবিআই তদন্তভার হাতে নেয় । কিন্তু তারপরেও দুর্যোগ কাটেনি মেয়েটির জীবনে। একটি গাড়িতে আসার সময় তাদের গাড়িকে একটি ট্রাক ছুটে এসে সজোরে ধাক্কা মারলে মেয়েটির দুই কাকীর মৃত্যু হয়, জখম হন তাদের আইনজীবী। মেয়েটিকে সরকার এয়ারলিফট করে তুলে নিয়ে আসে দিল্লীর এইমস হাসপাতালে। সেখানেই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তার চিকিৎসা শুরু হয়। বিশেষ আদালত হাসপাতালে গিয়েই মেয়েটির বয়ান রেকর্ড করে; 
এরপর বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয় এই নেতাকে। কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার করে দিল্লীর তিস হাজারী জেলে রাখা হয় তাকে। আজ আদালত ওই মামলায় সেঙ্গারকে দোষী সাব্যস্ত করল। এতদিন কেন লাগল তার বিরুদ্ধে চার্জশিট জমা করতে? এই কারণে সিআইবির বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে আদালত। তবে সেঙ্গারকে দোষী সাব্যস্ত করলেও তার সাথেই গ্রেপ্তার হাওয়া সঙ্গী শশী সিংকে বেকসুর খালাস করে দেয় তিস হাজারী আদালত। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages