খবর, নতুন দিল্লী, ১৭/১২/২০১৯ : রাজনৈতিক উত্তাপ যতই বাড়ুক, গত ২০ বছরে দিল্লীর তাপমাত্রা আজ সবচেয়ে কম; উত্তুরে হাওয়ার দাপটে দিল্লীতে যে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তা হল ১২.২ ডিগ্রি; দিল্লীর সাথে শীতে কাবু গোটা উত্তর ভারতও; জাঁকিয়ে ঠান্ডা পড়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। ব্যাপক তুষারপাত হয়েছে কাশ্মীর, লাদাখ সহ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।
আজকের তারিখে, ১৯৯৭ সালে দিল্লীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বোচ্য ১১.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি। কিন্তু দিল্লীতে আজকের তাপমাত্রা বলছে বিগত ২০ বছরে সবচেয়ে কম; আগামী দিনগুলিতে ঠান্ডা আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন; আগামীকাল দিল্লীতে সর্বোচ্য তাপমাত্রা ১৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি।
খবর : ইউএনআই সূত্রে
Loading...