আজ খবর, নতুন দিল্লী, ০২/১১/২০১৯ : গত সপ্তাহের বুধবার রাত্রে চার দুস্কৃতির হাতে ধর্ষিত, অত্যাচারিত ও খুন হয়েছিলেন হায়দ্রাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি। হায়দ্রাবাদের সাইবেরাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করেছে চার অভিযুক্তকে। বৃহস্পতিবার সকালে তাঁর অর্ধ দগ্ধ্ মৃতদেহ উদ্ধার হওয়ার পরেই খবরটি প্রকাশ্যে এসেছিল। এই খবরটি প্রকাশ্যে আসার পরেই গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠেছিল। গোটা দেশ চাইছে এদের অবিলম্বে ফাঁসি হোক বা তার চেয়েও কঠিন দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক যাতে সমাজের সর্ব স্তরে এই ধরনের একটি অপরাধের বিরুদ্ধে সঠিক বার্তা যায়;
দেশের বিশিষ্ট জনেরাও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই ঘটনার প্রতিবাদে নিন্দা করেছেন তাঁর টুইটার একাউন্টে। গতকাল সলমান খান এই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছিলেন।আর আজ লোকসভায় রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন সরব হলেন। সাংসদ তথা প্রাক্তন অভিনেত্রী জয়া বচ্চন আজ সংসদে বলেন, "এই ধরনের অপরাধীদের প্রকাশ্যে বাইরে এনে জনতার হাতে তুলে দেওয়া উচিত।" এই ধরনের অপরাধে এটাই একমাত্র শাস্তি হাওয়া উচিত বলে মনে করেন তিনি।
এদিকে ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনায় যখন গোটা দেশে তোলপাড় চলছে, তখন রাজস্থান থেকে এলো আর একটি ঘটনার খবর, সেখানে ছয় বছর বয়সী নাবালিকা এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। স্কুলের ক্রীড়া দিবসে যোগ দিতে বেরিয়েছিল মেয়েটি। পরনে ছিল স্কুল ড্রেস। তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোক প্রথমে আত্মীয়দের বাড়িতে খোঁজ নেয়, পরে একটি ঝোপ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়; ছয় বছরের ঐ শিশুর দেহ উদ্ধার করে সাদাদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করে; ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসে যে তার ওপর নির্যাতন চালানো হয়েছিল এবং তার পরনে থাকা স্কুল ড্রেসের বেল্ট দিয়েই তার গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি রাজস্থানের টঙ্ক জেলার আলীগড় এলাকায় ঘটেছিল গত শনিবার।
সৌজন্যে : ১ম ছবি - রাজ্যসভা টিভি, ২যা ছবি - এএনআই
Loading...