ভোটাভুটি নয়, বলেছিলাম জনমতের কথা : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভোটাভুটি নয়, বলেছিলাম জনমতের কথা : মমতা

Share This
রাজ্য

আজ খবর, কলকাতা, ২০/১২/২০১৯ :  সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল  সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 'এই আইনের বিরুদ্ধে সব মানুষকে পথে নেমে আন্দোলন করতে হবে, শুধু তাই নয়, এই আইনের বিষয়ে এখনই ভোটাভুটি হওয়া  উচিত, দেখা উচিত দেশের কত মানুষ এই আইনকে সমর্থন করছেন এবং কত মানুষ এর বিপক্ষে রায় দিতে চাইছেন।' এই ভোটাভুটিও হওয়া উচিত রাষ্ট্রসংঘের তত্বাবধানেই বলে মন্তব্য করেছিলেন তিনি। 
রাজ্যের বিরোধী পক্ষ নয়, মমতার এই মন্তব্যের বিরোধিতা যিনি প্রথমেই করেছিলেন, তিনি রাজ্যের রাজ্যপাল, শ্রী জগদীপ ধনখর। মমতার করা এই মন্তব্যের বিরোধিতা করে রাজ্যপাল বলেছিলেন, 'মমতার উচিত এই মন্তব্য তুলে নেওয়া। লোকসভায় পাস হয়ে যাওয়া এবং রাষ্ট্রপতির সাক্ষর করা কোনো আইন নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে দেশে এইভাবে  ভোটাভুটির কথা বলা যায় না;' 
কিন্তু আজ নিজের করা এরকম মন্তব্য থেকে পুরোপুরি সরে এলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, তাঁর মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি ভোটাভুটির কথা বলেন নি, তিনি বলেছিলেন জনমত তৈরী করার কথা, সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে তাঁর আন্দোলন জারি থাকবে, তবে তা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে।রাজ্যের কোথাও আন্দোলনের নামে হিংসাত্মক ঘটনা তিনি যে বরদাস্ত করবেন না, তা মমতা বার বার নিজের জনসভাগুলোতে জানিয়ে এসেছেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages