কাশ্মীরে বাঙালির হৃদয় খুন হয়েছিল : সাগরদীঘিতে মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাশ্মীরে বাঙালির হৃদয় খুন হয়েছিল : সাগরদীঘিতে মমতা

Share This


রাজ্য,

আজ খবর, সাগরদিঘি, ২০/১১/২০১৯ : আজ মুর্শিদাবাদের সাগরদীঘিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে যে সব বাঙালি শ্রমিকদের জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল, আজ তাঁদের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম।কাশ্মীরে নিহত শ্রমিকদের মৃতদেহ আগেই রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সময় সরকারি আর্থিক সাহায্য ছাড়াও মৃতদের পরিবারকে দলের তরফ থেকেও আর্থিক সাহায্য করেছিলেন মমতা। আজ তিনি মৃত পাঁচ জনের বাড়িতেই যান, গিয়ে দেখেন প্রত্যেকেরই রয়েছে কাঁচা বাড়ি, এবং তাঁরা বেশ দরিদ্র, পরিবার গুলির পাশে আগেই দাঁড়িয়েছিলেন মমতা, আর আজ সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক সদস্যের সাথে দেখা করে কথা বললেন তিনি।

নিহতদের পরিবারের সদস্যদের জন্যে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার পাশাপাশি যাতে প্রত্যেকে একটি করে দোকান পান, তার ব্যবস্থাও আজ করে দেন মমতা। যিনি গুলিতে আহত হয়েছিলেন কাশ্মীরে, এবং প্রাণ নিয়ে পালতে সক্ষম হয়েছিলেন, তাঁকে আরো অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বলেন, "কাশ্মীরে বাঙালির হৃদয় খুন হয়েছিল।"  
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages