আজ খবর, লেহ, ০১/১১/২০১৯ : গতকাল রাধাকৃষ্ণ মাথুর যখন লাদাখের প্রথম লেফট্যানেন্ট রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন, তখন থেকেই দেশের অন্যতম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে প্রকাশ্যে এল লাদাখ। লাদাখ এখন আর জম্মু ও কাশ্মীরের অংশ নয়, একটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল। রাধাকৃষ্ণ মাথুরের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতে না হতেই আনন্দে এবং উল্লাসে মেতে ওঠেন লাদাখের সাধারণ মানুষ।
লাদাখের সাংসদ জামিয়াং শেরিং নামগিয়ালও খুব খুশি কারন আগস্ট মাসের ৫ তারিখে দিল্লীর সংসদ ভবনে কাশ্মীর উপত্যকা থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পিছনে তাঁর অবদান খুব একটা কম নয়; তিনি বলেন, "মানে হচ্ছে ৭০ বছর পর স্বাধীনতা পেলাম, লাদাখের মানুষ খুব খুশি এবং ধন্যবাদ জানাতে চায় কেন্দ্র সরকারকে।" লাদাখের বিভিন্ন জায়গায় পথে ঘটে সাধারণ মানুষ নেচে গেয়ে আনন্দ পালন করতে থাকেন উৎসবের মেজাজে।কিন্তু এর একটা উল্টো ছবিও ধরা পড়েছে। লাদাখ সহ কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীর ও লাদাখের বিশেষ মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এমন দাবি তুলে আজ লাদাখের কার্গিলে বড়সড় একটি মিছিল রাস্তায় নেমে বিক্ষোভ দেখতে থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেই মিছিলে অংশ নিয়েছিলেন কয়েকশো মানুষ। কার্গিল জায়গাটি লাইন অফ কন্ট্রোলের বেশ কাছাকাছি হওয়ায় পুলিশ খুব বেশিদূর পর্যন্ত মিছিলকে যাওয়ার অনুমতি দেয়নি। তাবু সব মিলিয়ে লাদাখের বেশির ভাগ মানুষ খুশিতে ফেটে পড়েছেন এবং রীতিমত উৎসবের দিন কাটাচ্ছেন।
\
\
Loading...