আজ খবর, কলকাতা, ২৩/১১/২০১৯ : শেষ হল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু দ্বিতীয় দিনের খেল যেন বেশ কিছুটা একপেশে বলে মনে হল, গোলাপি বলে যেন দিশেহারা মনে হচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। গোলাপি বলে ল্যাকার একটু বেশি থাকে, পালিশ টিঁকে থাকে বেশিক্ষন, কিন্তু সেই সুবিধা গ্রহণ করতে ব্যর্থ হল বাংলাদেশ। দ্বিতীয় দিনেও বাংলাদেশকে দুরমুশ করল ভারত।
আজ খেলার শুরু থেকেই পর পর পড়তে থাকে বাংলাদেশের উইকেট। টসে জিতে প্রথমে ব্যাট করতে যাওয়া বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ১০৬ রানেই। এর পারে প্রথম ইনিংসে খেলতে নেমে ভারত ৯ উইকেট খুইয়ে মোট ৩৪৭ রান করে, মোহাম্মদ সামি আর ঋদ্ধিমান সাহা ক্রিজে থাকতেই বিরাট তাদের ডেকে নেন এবং ইনিংস ডিক্লেয়ার করে দেন; এরপর ভারতীয় বোলাররা আবার ২২ গজের পিছে আগুন ঝরাতে শুরু করেন।একে একে পড়ে যেতে থাকে বাংলাদেশের উইকেটগুলো। বল হাতে আবারো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকেন ইশান্ত শর্মা. আজ তিনি চারটি উইকেট তুলে নেন. দুটি উইকেট নিয়েছেন উমেশ যাদব।
এদিকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আজ তাঁর ২৭তম সেঞ্চুরি পেয়ে যান; ১৯৪ বলে তিনি ১৩৬ রান করেছেন। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানে দুজনেই অর্ধ শতরান পূর্ণ করেছেন। উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার কিপিং আজ বার বার দর্শকের মন জয় করেছে। দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের স্কোর ১৫২ রান, উইকেট খুইয়েপড়েছে ৬টি, হাতে আছে আর ৪ টি উইকেট, এখনো বাংলাদেশ ভারতের চেয়ে ৮৯ রানে পিছিয়ে আছে;
Loading...