আজ খবর, মুম্বই, ২৩/১১/২০১৯ : চমক ! চমক! এবং চমক !! চলচ্চিত্রে একটি গানে নায়ক নায়িকারা হাঠৎ হঠাৎ করে যেভাবে পোশাক ও লোকেশন বদল করেন, তার থেকেও দ্রুত বদলাচ্ছে মহারাষ্ট্রের রাজনীতির পটভূমি। গতকালই এনসিপি প্রধান শরদ পাওয়ারের বক্তব্য থেকে এটাই স্থির হয়ে গিয়েছিল যে এনসিপি, কংগ্রেস ও শিবসেনা একত্রে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গঠন করবে। আজই সকালে সেই মত নতুন সরকার গঠন হয়ে যাওয়ার কথা ছিল, আজ সেই মত প্রথমে এনসিপি ও শিব সেনার যৌথ প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল তার পরে কংগ্রেসের প্রেস মিট করার কথা ছিল;
কিন্তু আজ ভোরবেলায় হঠাৎ করেই জানা গেল, পুরোপুরি পট পরিবর্তন হয়েছে গতকালের পরিস্থিতির। আজ সকালবেলায় হঠাৎ করেই জানা গেল যে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের অবসান করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন বিজেপির তরফ থেকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ। উপমুখ্যমন্ত্রী করেছেন অজিত পাওয়ার; শপথ গ্রহণ অনুষ্ঠানে সেভাবে সংবাদ মাধ্যমের ভিড়ও ছিল না; বিরোধীদের বক্তব্য রীতিমত গোপনে হয়ে গিয়েছে এই সব কিছু, অন্ধকারে ভাল কিছু হতে পারে না;
কিন্তু কিভাবে হল এই পট পরিবর্তন ? এবার তো বিজেপির সংখ্যা গরিষ্ঠতা দেখানোর পালা ! তা কি বিজেপি আদৌ দেখতে পারবে ? জানা যাচ্ছে যে, এনসিপি নেতা শরদ পাওয়ারারের ভাতুষ্পুত্র অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন দিতে চাইছে, দলের বেশ কিছু বিধায়ক সমর্থন করেছে অজিত পাওয়ারকে। শরদ পাওয়ার বলেন, এটা দলের শৃঙ্খলা ভাঙার কাজ, অজিত পাওয়ার ও তাকে যারা সমর্থন করেছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে। এদিকে আবার বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে, শিবসেনা থেকেও কিছু বিধায়ক বিজেপিকে সমর্থন দেবে, যদিও শিব সেনার তরফ থেকে তা অস্বীকার করা হয়েছে। শিব সেনা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তাদের কিছু বিধায়ককে অপহরণ করে ব্ল্যাক মেল্ করার অভিযোগ তুলেছে। এখন অবস্থা এমন যে, যেকোনো সমুয় আবার পট পরিবর্তন হতেই পারে পরিস্থিতির অথবা বিজেপিকে অবিলম্বে তাদের সংখ্যা গরিষ্ঠতা প্রমান করতে হবে; পরিস্থিতির দিকে করা নজর রাখছি আমরা।
তিনদিন আগেই দিল্লীতে নরেন্দ্র মোদির সাথে একান্তে দুবার বৈঠক করে এসেছিলেন শরদ পাওয়ার, তারপরে অনেকেই ভেবে নিয়েছিলেন যে, এনসিপির সমর্থনে মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করবে। কিন্তু গতকাল শরদ পাওয়ার নিজেই জানিয়েছিলেন শিব সেনার সাথে হাত মিলিয়ে এন সিপি ও কংগ্রেস সরকার গঠন করতে চলেছে, রাত পোহাতেই অবস্থাটা পরিবর্তন হল ১৮০ ডিগ্রি। এদিকে দেবেন্দ্র ফরনবীশ জানিয়েছেন সংখ্যা গরিষ্ঠতা প্রমান করে আগামী পাঁচ বছর মহারাষ্ট্রে শক্ত পোক্ত সরকার চালাবে বিজেপি। হয়ত এখনো অনেক নাটক দেখার বাকি আছে !
Loading...