![]() |
সিয়াচেনে এই জায়গাতেই ঘটে দুর্ঘটনা |
আজ খবর, সিয়াচেন, ১৯/১১/২০১৯ : গতকাল বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে বিশাল তুষার ধ্বস বা এভেলেন্স নেমেছিল, যাতে ঐ অঞ্চলে ডিউটিতে থাকা চার সেনা জওয়ান ও তার সাথে দুই মালবাহকের মৃত্যু হয়েছে। সিয়াচেনের এই অঞ্চলে একটি ক্যাম্পে এক জওয়ান অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই ক্যাম্পেই কিছু প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে মালবাহকদের দিয়ে কিছু সামগ্রী পাঠানো হয়েছিল। কিন্তু পথে হঠাৎ করেই নামে তুষার ধ্বস আর তাতেই তুষার সমাধি ঘটে ঐ ছয় জনের। সিয়াচেনে উচ্চতা ১৮০০০ ফুট, এই সময়টায় সিয়াচেনে সর্বত্র বরফের রাজ্য। ভয়ংকর ঠান্ডা হাওয়ার ঝাপ্টা ও শীতের তীব্র কামড়কে উপেক্ষা করেই সেখানে ভারতীয় সেনাকে অতন্দ্র পাহারা দিতে হয় দিবারাত্র। প্রায়ই তুষার ধ্বসের নিচে তলিয়ে যেতে হয় দেশের নির্ভিক সেনা জওয়ানদের। গতকাল ঠিক এরকমই আর একটা ঘটনা ঘটল;
![]() |
সিয়াচেনের অকুস্থলে চলছে অনুসন্ধান |
সিয়াচেনে বিস্তৃত অঞ্চল দখল করে নিতে চেয়েছিল পাকিস্তান, তারা এই অঞ্চলে সেনাও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ভারতীয় সেনারা সিয়াচেন থেকে পাক সেনাদের হঠিয়ে দখল নিয়েছিল এই সিয়াচেন হিমবাহের। তখন থেকেই অর্থাৎ ১৯৮৪ সাল থেকেই সিয়াচেনে বেশ কয়েকটি ক্যাম্প বানিয়ে সেখানে প্রহরায় রাখতে হয় ভারতীয় সেনা জওয়ানদের। খবর পাওয়া যাচ্ছে যে, গতকালের তুসার ধ্বসে আটকে পড়েছিলেন মোট আটজন, তার মধ্যে নিহত হয়েছেন ছয় জন, যাদের মধ্যে চারজন সেনা জওয়ান ও দুই জন মালবাহক।
গতকালের এই ঘটনায় আজ সকালে সেনা প্রধান বিপিন রাওয়াতের সাথে টেলিফোনে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং; তিনি সেনাপ্রধানের সাথে কথা বলার সময় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেন। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। রাজনাথ বিপিন রাওয়াতের কাছে সিয়াচেন নিয়ে প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়ে খোঁজখবর নেন;
Loading...