আজ খবর ,কলকাতা, ১৩/১১/২০১৯ : 'ডেঙ্গু মুক্ত কলকাতা চা', এই স্লোগান তুলে কলকাতা কর্পোরেশন ঘেরাও অভিযান চালালো বঙ্গ বিজেপি। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কলকাতায় ৪৫০০০ ছাড়িয়েছে, বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রতিদিন, তাই কর্পোরেশনে ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। ডেঙ্গু ছাড়াও আর যে সমস্ত দাবি বিজেপি তুলেছিল, সেগুলি হল ঝুলন্ত তার মুক্ত কলকাতা, সাবওয়ে যুক্ত কলকাতা, জঞ্জাল মুক্ত কলকাতা, জল কর মুক্ত কলকাতা, ওয়াই ফাই যুক্ত কলকাতা, কাটমানি মুক্ত কলকাতা ও অবৈধ পার্কিং মুক্ত কলকাতা। এর পাশাপাশি বিজেপি দাবি তুলেছিল জমির জায়গার মিউটেশন ২% কমানো হোক; এই ধরনের একগুচ্ছ দাবিতেই আজ বিজেপির কর্মী সমর্থকরা কর্পোরেশন ঘেরাও করতে অভিযান চালিয়েছিল।
আজ সকাল সাড়ে বারোটা নাগাদ মিছিল বের হয় কলকাতার সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে। সেন্ট্রাল এভিনিউ ধরেই সেই মিছিল এগোতে থাকে ধর্মতলার কর্পোরেশন বিল্ডিঙের দিকে। মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, রাজু ব্যানার্জি ছাড়াও অন্যান্য নেতারা। এদিকে পুলিশ হেস্টিংস থানা সামনে থেকেই রাস্তার ওপর বাতিলের ব্যারিকেড দিয়ে রাখে। সেই ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে থাকে চাঁদনী চাকের দিকে। সেখানে দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ বাধা দেয়, পরে লাঠিচার্জ করে এবং জল কামান ছোঁড়ে। এই ঘটনায় বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক আহত হয়; এরপরেই পুলিশ বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় লালবাজারের সেন্ট্রাল লক আপে; গ্রেপ্তার হন দেবজিৎ সরকার, রাজু ব্যানার্জির মত কয়েকজন বিজেপি নেতারাও। পুরভোট যে এগিয়ে আসছে আজকের ঘটনা থেকে তারই ইঙ্গিত পাওয়া গেল;
Loading...