![]() |
রাম মন্দির |
আজ পরুহ্ম সেশনেই সুন্নি ওয়াকফ বোর্ড জানায় যে তারা শর্তসাপেক্ষে এই মামলা থেকে সাড়ে দাঁড়াতে চায়; জমির অধিকার তারা ছেড়ে দিতে চায়; কিন্তু আদালত তাদের জামা দেওয়া হলফনামা গ্রহণ করেনি। এরপর সুন্নিওয়াকফ বোর্ড আবেদন করে যে বাবরি মসজিদ ধ্বংসের সময় বিভিন্ন এলাকায় আরো যে সব মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলিও এই মামলার আওতায় আনা উচিত। কিন্তু আদালত এই মামলায় তা জুড়তে চায় নি;
![]() |
বাবরি মসজিদ |
আজ শেষ দিনের শুনানি চলাকালীন হিন্দু মহাসভা বর্ডার দেওয়া নকশা সংক্রান্ত কাগজপত্র এজলাসের মধ্যেই ছিঁড়ে দেন সুন্নি ওয়াকফ বর্ডার আইনজীবী রাজীব ধাওয়ান; এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারকরা। ঘটনাটিকে তাঁরা শিষ্টাচারের অভাব বলে মত ব্যক্ত করেন, এমনকি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এজলাস ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেন;
![]() |
অযোধ্যা |
১৩৪ বছরের পুরোনো এই অযোধ্যা মামলা চলছে বিগত প্রায় আট বছর ধরে; আগামী ১৭ই নভেম্বরের মধ্যেই এই মামলার রায় শোনাতে চলেছে সুপ্রিম কোর্ট। গোটা দেশ তাকিয়ে রয়েছে দেশের শীর্ষতম আদালতের সেই ঐতিহাসিক রায়ের দিকে। আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত অযোধ্যাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বারানসিতে শিবসেনার একটি দল অযোধ্যা মামলায় যায় পাওয়ার জন্যে এবং র্যাম মন্দির গড়ার লক্ষ্যে পূজা অর্চনা ও যজ্ঞ করার ব্যবস্থা করেছিল। শেষ পাওয়া খবর অনুযায়ীই, ৮ই নভেম্বরের মধ্যেই সুপ্রিম কোর্ট এই মামলার রায় জানাতে পারে, অর্থাৎ আজ শুনানি শেষ হওয়ার পর ২৩ দিন সময় লাগতে পারে চূড়ান্ত রায় জানানোর জন্য, এমনটাই জানা যাচ্ছে শীর্ষ আদালত সূত্রে।
Loading...