আজ খবর, জম্মু , ০৮/১০/২০১৯ : সকালে এক জঙ্গি আর বিকেলে আর এক জঙ্গিকে গুলি করে মারল আর্মি, সি আর পি এফ এবং কাশ্মীর পুলিশের একটি দল; সকালে যাকে খতম করা হয়েছে তার নাম উফেইদ ফারুক লোন বলে জানা যাচ্ছে। এই লোন অনেকগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিল বলে দাবি করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। কিছুদিন আগে গ্রেনেড হামলা , ব্যবসায়ীদের হুমকি ও ভয় দেখানো থেকে শুরু করে অনেকগুলি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ছিল লস্কর এ তইবার এই সক্রিয় সদস্য। নতুন যুবকদের জঙ্গি বানানোর জন্য সে প্ররোচিত করছিল। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা অবলুপ্তির পর থেকেই এই জঙ্গি আরও সক্রিয় হয়ে উঠেছিল।
বিকেল বেলায় আর এক জঙ্গিকেও নিকেশ করে ঐ একই দল (আর্মি, সিআরপিএফ,পুলিশ); এই জঙ্গি জৈশ ই মহম্মদের সদস্য বলে জানা গেছে। গত ২৮শে সেপ্টেম্বরের পর থেকে নিরাপত্তা বাহিনী মোট চারটি সফল অভিযান চালিয়েছে। ২৮শে সেপ্টেম্বরেই রামবান জেলার বাটোট অঞ্চলে নিরাপত্তা বাহিনী তিনজন সক্রিয় হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করে; তার পরের দিনই গনদেরওয়ালের কঙ্গনে দুই জৈশ অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করা হয়েছিল।
Loading...