উত্তর সিরিয়ার ওপর তুর্কির আগ্রাসন সমর্থন করবে না আমেরিকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তর সিরিয়ার ওপর তুর্কির আগ্রাসন সমর্থন করবে না আমেরিকা

Share This

 

 আন্তর্জাতিক

আজ খবর, ওয়াশিংটন , ০৭/১০/২০১৯ :  আমেরিকার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, উত্তর সিরিয়ার ওপর তুর্কি বাহিনী কোনো অপারেশন চালাতে চলেছে বলে তাদের কাছে খবর আছে,  কিন্তু তুর্কির এই ধরনের আগ্রাসন কিছুতেই মেনে নেবে না আমেরিকা।

"তুর্কিরা তাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ  হিসেবে ক্রমেই উত্তর সিরিয়ার দিকে এগোতে চাইছে, কিন্তু এই অভিযানের সাথে আমেরিকা থাকবে না, কোনো রকম সমর্থনও দেবে না; এমনকি আইএসআইএসকে দমন করার জন্য যে আমেরিকান সেনাবাহিনী এতদিন সেখানে কাজ করছিল সেই বাহিনীও আর ঐ জায়গায় থাকবে না," আজ ওয়াশিংটনের হোয়াইট হাউসে এই কথা জানিয়েছেন আমেরিকা মিডিয়া সেক্রেটারি স্টিফেন গ্রিশাম। আজই সকালে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফোন করে কথা বলেন তুর্কির বৈদেশিক প্রতিনিধি রিসেপ তাইপ এর্দোগানের সাথে। ঠিক হয় এর্দোগান নভেম্বর মাসে ওয়াশিংটনে এসে ট্রাম্পের সাথে দেখা করবেন। 
প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে বিশ্বের দরবারে  পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুর্কি। সাইন ছাড়াও এই দেশটিকে পাশে পেয়েছে পাকিস্তান।

সৌজন্যে এ এন  আই 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages