আজ খাবার, কলকাতা, ২৬/১০/২০১৯ : "আমি খুব বিশ্বাস করি যে টেস্ট ম্যাচগুলি যদি দিন রাতের খেলা হয় তা হলে আরও ভাল হয়; সারাদিন ধরে না খেলে টেস্ট ম্যাচগুলোকে যদি দিবা রাত্রির খেলা করা যায় তাহলে খুব ভাল হয়; আর সেটা ভারতের অধিনায়ক বিরাট কোহলি বুঝতে পারলেই জীবন অনেক সহজ হয়ে যায়; আমি জানি না সেটা করতে পারব কিনা, তবে আমি চেষ্টা চালিয়ে যাব;" বললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৩৯তম প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গতকাল আজাহার উদ্দিন ও ভি ভি এস লক্ষণের উপস্থিতিতে তাঁকে যখন ইডেন গার্ডেনসে সংবর্ধনা দিচ্ছে সিএবি, তখন এরকমই একটা প্রস্তাবের কথা তুলে ধরলেন সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, "টি ২০র বাজারে টেস্ট যাচগুলি বেশ চ্যালেঞ্জের মুখে পরে গেছে। ক্রিকেট ঐতিহ্য আমাদের সকলকেই মেনে চলতে হবে, কিন্তু এই মুহূর্তে টেস্ট ম্যাচের জন্য বেশ কিছু বলিষ্ঠ পদক্ষেপ করা দরকার বলে আমি মনে করি; আমি টেস্ট ম্যাচ দিন রাতে খেলানোর পক্ষে, কারন তাতে স্টেডিয়ামে আরো অনেক বেশি লোক আসবে খেলা দেখতে।"
সৌরভ আরও বলেন," এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল অত্যন্ত ব্যালান্সড, গত তিন চার বছর ধরে ভারত দারুন খেলছে। আমরা আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারিনি ঠিকই, কিন্তু ভারতীয় দলের সেই ট্যালেন্ট আছে, যেকোনো ম্যাচ জেতার। আমি বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করছি এই জন্যে যাতে দেশের প্রতি ক্রিকেটার বিসিসিআইয়ের সহায়তা পায় এবং নিজেকে প্রমাণ করতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে আমি নিজের কাঁধে সেই দায়িত্ব তুলে নিয়েছি।"
Loading...