আজ খবর, নয়া দিল্লী, ২৫/১০/২০১৯ : "পাকিস্তান অধিকৃত কাশ্মীর জঙ্গি সংগঠনগুলির আঁতুর ঘর হয়ে উঠেছে। পাকিস্তান কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না; এরকম অবস্থায় আমরা আমাদের সেনাদলের পদাতিক বাহিনীকে আরও ঢেলে সাজাতে চাইছি।" আজ দিল্লীর কে এম কারিয়াপ্পা মেমোরিয়াল হলে ভাসান দিতে গিয়ে বললেন ইন্ডিয়ান আর্মির জেনারেল চিফ বিপিন রাওয়াত।
![]() |
সিগ সৌয়ের |
![]() |
কালাশনিকভ ২০৩ |
কিন্তু ঠিক কিরকম ভাবে ঢেলে সাজানো হাতে পারে পদাতিক বাহিনীকে ? বিপিন রাওয়াত জানিয়েছেন, " প্রথমত পদাতিক বাহিনীর কাছে যে সমস্ত যুদ্ধের উপকরণগুলি থাকে সেগুলির উন্নতিসাধন করা হচ্ছে, যেমন হাই রেঞ্জের নাইট ভীশন বাইনোকুলার , যোগাযোগের আধুনিকতম যন্ত্রপাতি ইত্যাদি শুধু তাই নয় বিশ্বের অত্যাধুনিক ও শ্রেষ্ঠ রাইফেল সিগ সৌয়ের তুলে দেওয়া হচ্ছে সেনার পদাতিক বাহিনীর হাতে।এই রাইফেল একমাত্র আমেরিকায় তৈরি করে, ৭০০ কোটি টাকা খরচ করে এই রাইফেল কিনছে ভারত সরকার। এবছরের শেষ দিকেই এই অত্যাধুনিক রাইফেল তুলে দেওয়া হবে পদাতিক বাহিনীর হাতে। এছাড়া বাকি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে কালাশনিকভ সিরিজের শ্রেষ্ঠ এসল্ট রাইফেল একে - ২০৩ রাইফেল। এই রাইফেলগুলি উত্তরপ্রদেশের আমেঠির কারখানায় বানানো হচ্ছে। খুব শীঘ্রই এই অত্যাধুনিক রাইফেল হাতে পেয়ে যাবে সেনা বাহিনী।"
সূত্র : এ এন আই
Loading...