আজ খবর, নয়া দিল্লি, ১৭/১০/২০১৯ : পাকিস্তানের মাঝ আকাশেই ভারতীয় যাত্রীবাহী বিমানকে এক ঘন্টা ধরে আকাশে ভাসতে বাধ্য করেছিল পাকিস্তানের যুদ্ধ বিমান। ঘটনাটি ঘটেছিল সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে। কিন্তু কোনো কারণে প্রকাশ্যে আসেনি এই খবর; ফেব্রুয়ারি মাসে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বিমান বাহিনী। তারপর বেশ কিছুদিন পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্যে বন্ধ করে দিয়েছিল। তারপর আবার খুলেও যায় পাকিস্তানের আকাশসীমা। গত ২৩সে সেপ্টেম্বর দিল্লী থেকে ১২০ জন বিমান নিয়ে আন্তর্জাতিক উড়ানে কাবুল যাচ্ছিল স্পাইস জেটের একটি বাণিজ্যিক বিমান।
পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর হঠাৎ পাকিস্তানের কয়েকটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান আকাশেই ঘিরে ধরেছিল স্পাইস জেটের যাত্রীবাহী বিমানটিকে। তারা এত কাছে এসে বিমানটিকে ঘিরে ধরে চক্কর খাচ্ছিল যে বিমানগুলির পাইলটদের স্পষ্ট দেখা যাচ্ছিল। পাইলটরা হাতের ইশারায় স্পাইস জেটকে উচ্চতা কমাতে নির্দেশ দেয়।এরপর যুদ্ধ বিমানগুলি স্পাইস জেট পাইলটদের নিজেদের বিবরণ জানাতে বলে; স্পাইস জেটের পাইলট বলেন, "এটি একটি ভারতীয় যাত্রীবাহী বিমান, নির্দিষ্ট সূচি ও নিয়ম মেনেই এই বিমান ভারত থেকে কাবুল যাচ্ছে"; এরপর যাত্রীদের উদ্দেশ্যে যুদ্ধবিমান থেকে নির্দেশ আসে জানলার শাটার নামিয়ে শান্তভাবে বসার জন্য।
প্রতিটি বিমানেরই নিজস্ব একটি কোড থাকে, যেমন স্পাইস জেটের কোড হল 'এসজি', কিন্তু ভুলবশত পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে খবর আসে বিমানের কোড লেখা আছে 'আইএ', যা তাদের মনে হয়েছিল ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স । তাই খবর পাওয়ার সাথে সাথেই উড়ে গিয়েছিল এফ-১৬ যুদ্ধবিমানগুলো। শেষমেষ ঐ যুদ্ধবিমানগুলির প্রহারাতেই পাকিস্তানের আকাশ সীমা ছেড়ে আফগানিস্তানের আকাশ সীমায় পৌঁছাতে হয় যাত্রীবাহী বিমানটিকে। এর ফলে কাবুলে পৌঁছাতে দেরি হয়ে যায় এক ঘন্টা। শুধু তাই নয়, কাবুলে পাক দূতাবাসের ছাড়পত্রজনিত কাগজ তৈরি করতে এতটাই দেরি হয় যে ফিরতি ফ্লাইটে বিমানটি ছাড়তেই পাঁচ ঘন্টা দেরি হয়ে গিয়েছিল।
খবর এ এন আই সূত্রে
Loading...