রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে, তাঁকে শারদ কার্নিভালে ডেকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল ধনকর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যপাল এবং রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে, তাঁকে শারদ কার্নিভালে ডেকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল ধনকর

Share This


রাজ্য


আজ খবর, কলকাতা, ১৫/১০/২০১৯ :  দূর্গা পূজার কার্নিভালে তাঁকে ডেকে কার্যত অপমান করা হয়েছে বলে সাংবাদিকদের জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।  প্রতি বছর দুর্গাপূজার শেষে বাছাই করা কিছু পূজা কমিটিকে নিয়ে কলকাতার রেড রোডে  শারদ কার্নিভালের আয়োজন করে পশ্চিমবঙ্গ  সরকার। সেই কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপাল জগদীপ ধানকরকে। রাজ্যপাল জানিয়েছেন, " সেদিন আমন্ত্রিত হয়ে আমি শারদ কার্নিভালে গিয়েছিলাম, আমাকে আলাদা একটি মঞ্চে পৃথক ভাবে চার ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমাকে সংবাদমাধ্যমে কোথাও দেখানো হয়নি। উপস্থিত জনতা বা অভ্যাগতরা জানতেও পারেনি আমার উপস্থিতি; এই বিষয়টি একজন রাজ্যপালের কাছে যথেষ্ট অসৌজন্য মূলক আচরণ। একজন রাজ্যপালের প্রাপ্য সম্মানটুকুও আমাকে দেখানো হয়নি।"

রাজ্যপাল আরো বলেন, " এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে রাজ্যপালের পদকেই অসম্মান জানানো হয়েছে, আপনারা সাংবাদিকরাই সব দিক খতিয়ে  দেখুন, সেদিন আমার সাথে ঠিক কি ব্যবহার করা হয়েছিল। যত যাই হোক আমি একজন পাবলিক সার্ভেন্ট, আমি এ রাজ্যের সাংবিধানিক প্রধান, আমি আমার কর্তব্য পালন করতে বদ্ধপরিকর।" রাজ্যপালের এই রকম বক্তব্যের প্রতিবাদ করে তৃণমূলের বিধায়ক প্রশ্ন তুলেছেন, 'রাজ্যপাল ঠিক কি চান  সেটাই বুঝতে পারছি না'; প্রসঙ্গত, রাজ্যপাল পদে যোগ দেওয়ার পর থেকেই রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাত তৈরি হয়েছিল নানান সময়ে। রাজ্যপাল যখন বিজেপি সাংসদ অসুস্থ অর্জুন সিংকে দেখতে হাসপাতালে চলে যান অথবা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র ছাত্রীদের সাথে বিবাদে জড়িয়ে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে পৌঁছে যান অকুস্থলে, বার বার সমালোচিত হতে হয়েছে রাজ্যপালকে। এমনকি তৃণমূলের এক মন্ত্রী রাজ্যপালের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিলেন সে সময়; আজ শারদ কার্নিভাল নিয়ে ফের একবার রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত প্রকাশ্যে চলে এল;
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages