আজ খবর, নয়া দিল্লী , ১৪/১০/২০১৯ : ভারতীয় ক্রিকেটকে প্রথম একসূত্রে বেঁধেছিলেন তিনি, ভারতীয় ক্রিকেটের আগ্রাসন মনোভাব তৈরি করেছিলেন তিনি, সিএবি সভাপতিও ছিলেন তিনি, আর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের
সভাপতি হতে চলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই খবরে খুশি সৌরভের আপামর ভক্তেরা; খুশি বাংলাও।
খুশি ভারতীয় প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও। সৌরভ তাঁর ক্রিকেট জমানাতেও বার বার এভাবেই চমক দেখিয়ে কাম ব্যাক করেছেন। লড়াই যে তাঁর মজ্জাগত হয়ে গেছে, তার সাক্ষী থেকেছে গোটা দেশ; এই খবরে নিজেও খুশি সৌরভ গাঙ্গুলি।
তবে বিসিসিআই এর সভাপতি পদের লড়াইটা খুব একটা মসৃন ছিল না সৌরভের কাছে। বরং প্রতিপক্ষ ব্রিজেস প্যাটেলের দিকেই ছিল পাল্লা ভারী, কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে অঙ্কটা বদলে যায়; ঠিক হয়, সৌরভই হবেন বিসিসিআই সভাপতি, ব্রিজেস প্যাটেল হবেন আইপিএল চেয়ারম্যান। বিসিসিআইয়ের সহ সভাপতি হতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র শিল্পপতি জয় শাহ; আজ দুপুর তিনটের মধ্যে মনোনয়ন জমার শেষ সময়; তারপরেই সরকারিভাবে জানানো হবে বিসিসিআইয়ের সভাপতির নাম; এ মাসের ২৩ তারিখ বিসিসিআই সভাপতি হিসেবে দ্বায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি।
Loading...