আজ খবর, মুম্বই, ১৬/১০/২০১৯ : মুম্বইতে ১৯৬৬ সালে বালাসাহেব ঠাকরে শিব সেনা দল তৈরি করেছিলেন। তারপর থেকে বাল ঠাকরে নামে জনপ্রিয়তা আর সমীহ দুই পেয়েছিলেন মুম্বই তথা মাহারাষ্ট্রবাসীর কাছে। বাল ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতিতে এবং বলিউডে ক্ষমতার ছড়ি ঘুরিয়েছেন বার বার কিন্তু কখনো ভোটে দাঁড়াননি। ২০১২ সালের ১৭ই নভেম্বর বালাসাহেবের মৃত্যুর পর তাঁর ছেলে উদ্ভব ঠাকরে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন; উদ্ভব তাঁর বাবাকে কথা দিয়েছিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একদিন কোনো না কোনো শিবসেনাই হবেন।
এমাসেরই ২১ তারিখে মহারাষ্ট্র রাজ্যে বিধানসভা ভোট আর সেই ভোটে শিবসেনার তরফ থেকে এই প্রথম কেউ ভোটের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আর তিনি হলেন উদ্ভব ঠাকরের বড় ছেলে আদিত্য ঠাকরে। ২৯ বছর বয়সী আদিত্য শিব সেনার যুব দলের প্রধান। আদিত্য এবারেই প্রথম ভোট যুদ্ধে অবতীর্ন হতে চলেছেন। এবার তাঁকে জোরালো সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালে সিরিয়াল ব্লাস্ট মামলায় সঞ্জয় যখন জেলে ছিলেন, সেই সময় তাঁকে ও তাঁর বাবা সুনীল দত্তকে খুব সাহায্য করেছিলেন বালাসাহেব ঠাকরে। সেই কথা ভোলেন নি সঞ্জয়; সঞ্জয় বলেছেন, " নির্বাচনে যুব সেনার নেতা আদিত্যকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আদিত্য যে বেশ বড় মার্জিনে জয়লাভ করবেই সে ব্যাপারে আমি সুনিশ্চিত";
Loading...