নিজের বোনের বিরুদ্ধেই থানায় ডায়রি করলেন টিকটক ষ্টার বিজেপি নেত্রী সোনালী ফোগট - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নিজের বোনের বিরুদ্ধেই থানায় ডায়রি করলেন টিকটক ষ্টার বিজেপি নেত্রী সোনালী ফোগট

Share This

দেশের খবর

আজ খবর, চন্ডিগড়, ৩০/১০/২০১৯ : বিধান সভা ভোটে এবার হরিয়ানার আদমপুর থেকে বিজেপির হয়ে নির্বাচনে লড়েছিলেন টিকটক স্টার সোনালী ফোগট। হঠাৎই  আজ তিনি নিজের বোন ও ভগ্নিপতির  বিরুদ্ধে থানায় ডায়রি করলেন। তাঁর বোন ও ভগ্নিপতি নাকি গতকাল তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন এবং খুব দুর্ব্যবহার করেছিলেন। কিন্তু কি ঘটেছিল তাঁর সাথে যে তিনি বোনের নামেই থানায় অভিযোগ পর্যন্ত জানাতে চলে গেলেন ?  জানা যাচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পর সোনালী গতকাল তাঁর নিজের বাড়িতে যান, সঙ্গে ছিলেন বিজেপির কর্যকর্তারা । সেখানেই উপস্থিত ছিলেন সোনালীর বোন  রুকেশ  ও ভগ্নিপতি অমন  পুনিয়া। সেখানেই গতকাল রাতে পারিবারিক কোনো বিবাদে জড়িয়ে পারেন তাঁরা , এরপরেই নাকি সোনালীর বোন ও ভগ্নিপতি তাঁর সাথে চূড়ান্ত দুর্ব্যবহার করেন, তাঁকে হেনস্তা করেন এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়; আজ সকালে থানায় এফআইআর জামা হওয়ার পর পুলিশ বিষয়টিকে নিয়ে নাড়েচাড়ে বসে; তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি একটি পারিবারিক বিবাদ, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই;

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages