আজ খবর, সুইডেন , ০৭/১০/২০১৯ : ২০১৯ সালের নোবেল পুরষ্কার যৌথভাবে জিতে নিলেন উইলিয়াম জি কিলিন (জুনিয়ার ), পিতার যে ৱাটক্লিফ ও গ্রেগ এল সেমেনজা । আজ স্টকহোমে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে বিশেষ অবদানের জন্য এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন নোবেল কমিটি। এই ব্যাপারে সুইডেনের নোবেল কমিটি জানিয়েছে, আমাদের দেহে, অক্সিজেনের মাত্রা জিনের প্রভাবে কিভাবে দেহ কোষগুলি পুস্ট হয়হয়ে কাজ করে, সেটাই আবিষ্কার করেছেন এই তিন বিজ্ঞানী।
যে আবিষ্কারের ফলে চলতি পদ্ধতিগুলির গতিপথ যদি একটু বদলে নেওয়া যায় এবং এই বিজ্ঞানীদের আবিষ্কৃত পথ অনুসরণ করা যায়, তাতে এনিমিয়া, ক্যান্সার সহ বেশ কিছু দুরারোগ্য রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব হবে; আজ চিকিৎসা বিষয়ক নোবেল পুরস্কার দেওয়া হল, এরপর আগামীকাল পদার্থবিদ্যা, পরশু রসায়ন বিদ্যা, তার পরের দিন সাহিত্য ও তার পরের দিন শান্তি নোবেল পুরস্কার প্রদান করা হবে;
Loading...