মহাকাশের নতুন হোটেল ২০২৫ সালের মধ্যেই ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মহাকাশের নতুন হোটেল ২০২৫ সালের মধ্যেই !

Share This

 

আন্তর্জাতিক

আজ খবর, ওয়াশিংটন ডি সি , ০৮/১০/২০১৯ : জীবনে বেড়াতে নিশ্চয়ই অনেক জায়গায় গিয়েছেন; সেখানে হয় আপনি সমুদ্র দেখে মুগ্দ্ধ হয়েছেন,  অথবা পাহাড়ের সৌন্দর্য দেখে আপ্লুত হয়েছেন; অরণ্যে গিয়ে রোমাঞ্চে ভেসেছেন। কিন্তু এবার এমন এক ভ্রমনের খবর দেব যেখানে না আছে পাহাড়, না আছে বরফ, নেই সমুদ্র, নেই কোনো মন্দির, সত্যি কথা বলতে সেখানে কিছুই নেই আছে শুধু আকাশ, তাও আবার কালো আকাশ, আর প্রচুর অন্ধকার। ভাবছেন মজা করছি ? একটুও না, এ এক অন্যরকম পর্যটন, অন্যরকম বেড়ানো। 
আসুন এবার একটু খোলসা করেই বলা যাক; এ হল এক অভিনব  পর্যটনের আকাশ কুসুম বাস্তব। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি গেট ওয়ে ফাউন্ডেশন মহাকাশে একটি অত্যাধুনিক স্পেস হোটেল শুরু করতে চলেছে। অর্থাৎ এবার পৃথিবী থেকে রকেটে  চেপে সেই স্পেস হোটেলে কয়েক দিন আরামসে থাকা যাবে আর ইচ্ছেমত তারাদের সাথে বন্ধুত্ব করা যাবে। ভারী অদ্ভুত এই পর্যটন, তাই না ! তবে একে  নিছক কল্পনা বলে ভুল করবেন না; এমাসেরই  ১ তারিখে এই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে। ২০২৫ সালের মধ্যেই ঐ স্পেস হোটেল 'ভন ব্রাউন ' তৈরি হয়ে যাবে আর ২০২৭ সালের মধ্যেই পুরোদমে চালু হয়ে যাবে অত্যাধুনিক স্পেস হোটেল।



হোটেলটি দেখতে বিশাল এক চাকার মত, যা মহাকাশে  ভাসবে এবং নিজের কেন্দ্রের ওপর ঘুরবে, যেভাবে এক বালতি জলে হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর জলের ঘুর্নন হয় ঠিক তেমনটাই।খুব বেশি হলে মোট ৪৫০ জন পর্যটকের জায়গা হবে ঐ স্পেস হোটেলে। এক একজনের খরচ পরবে প্রায় এক কোটি নব্বই লক্ষ টাকার মত (ভারতীয় মুদ্রায়); অসাধারন এক অভিজ্ঞাতার সাক্ষী হয়ে থাকবেন সেখানে যাওয়া পর্যটকেরা। 

খবর সৌজন্যে সি এন  এন 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages