এল ও সি পার করে আজাদ কাশ্মীরের ডাক দিতে এগিয়ে চলেছে মিছিল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এল ও সি পার করে আজাদ কাশ্মীরের ডাক দিতে এগিয়ে চলেছে মিছিল

Share This

 


আন্তর্জাতিক

আজ খবর, মুজাফ্ফরাবাদ, ০৭/১০/২০১৯ : 
পাকিস্তানের ডন পত্রিকা থেকে জানা যাচ্ছে যে, জেকেএলএফের নেতৃত্বে কয়েক হাজার লোক (যুবকরাই বেশি) আজাদ কাশ্মীরের ডাক দিয়ে লাইন অফ কন্ট্রোলের দিকে এগোচ্ছে। তাদের উদ্দেশ্য হল এল ও সি পার করে কাশ্মীরের শ্রীনগরে এসে তাদের কর্মীদের উদ্ধার করে আজাদ কাশ্মীরের জন্য আন্দোলন করা;  ডন পত্রিকাটি লিখেছে, প্রথমত এই ৱ্যালি আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকে গাড়ি ও মোটর সাইকেল করেই শুরু হয়েছিল। তারপর গৰ্হি দোপাট্টা  শহরে সবাই রাত্রিবাস করে এবং শনিবার সকাল ১১ টা নাগাদ ফের শুরু হয় পদযাত্রা। মিছিলের অভিমুখ এল ও সির  দিকে।

 মিছিলে চলা লোকেদের হাতে রয়েছে গেরিলা লিডার মকবুল বাটের ছবি, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান আমানুল্লা খান ও বর্তমান চেয়ারম্যান ইয়াসিন মালিকের পোস্টার । মুখে তাদের স্লোগান 'কাশ্মীর খুদমুখতার' (কাশ্মীর স্বাধীন দেশ হবে);  শনিবার সকালে অপার আড্ডা অঞ্চলে মিছিলকারীরা জামায়েত হয়েছিল, সেখানে অনেকেই ভাষন দেন; তারপর সেই মিছিল চাকঠি সেক্টরের দিকে এগিয়েছিল। মিছিলকারীরা ভারত বিরোধী স্লোগানের পাশাপাশি পাক সরকারের বিরুদ্ধেও গলা ফাটাচ্ছিল। কেননা এর মধ্যেই ইমরান খান টুইট করে লিখছেন যে লাইন অফ কন্ট্রোল পার করে গেলে তা কূটনৈতিক দিক থেকে ভারতেরই সুবিধা হবে; শুধু তাই নয় ঐ মিছিলকে আটকাতে পাহাড়ি রাস্তায় পাক সরকার কিছু ব্যবস্থাও নিয়েছে। যেকোনো ভাবেই হোক মিছিলকারীরা চাইছে  কাশ্মীরের ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘ ব্যবস্থা গ্রহণ করুক। 

সংবাদ ডন পত্রিকার সৌজন্যে 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages