মিছিলে চলা লোকেদের হাতে রয়েছে গেরিলা লিডার মকবুল বাটের ছবি, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান আমানুল্লা খান ও বর্তমান চেয়ারম্যান ইয়াসিন মালিকের পোস্টার । মুখে তাদের স্লোগান 'কাশ্মীর খুদমুখতার' (কাশ্মীর স্বাধীন দেশ হবে); শনিবার সকালে অপার আড্ডা অঞ্চলে মিছিলকারীরা জামায়েত হয়েছিল, সেখানে অনেকেই ভাষন দেন; তারপর সেই মিছিল চাকঠি সেক্টরের দিকে এগিয়েছিল। মিছিলকারীরা ভারত বিরোধী স্লোগানের পাশাপাশি পাক সরকারের বিরুদ্ধেও গলা ফাটাচ্ছিল। কেননা এর মধ্যেই ইমরান খান টুইট করে লিখছেন যে লাইন অফ কন্ট্রোল পার করে গেলে তা কূটনৈতিক দিক থেকে ভারতেরই সুবিধা হবে; শুধু তাই নয় ঐ মিছিলকে আটকাতে পাহাড়ি রাস্তায় পাক সরকার কিছু ব্যবস্থাও নিয়েছে। যেকোনো ভাবেই হোক মিছিলকারীরা চাইছে কাশ্মীরের ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘ ব্যবস্থা গ্রহণ করুক।
সংবাদ ডন পত্রিকার সৌজন্যে
Loading...