আজ খবর, মহাবলীপুরম, ১২/১০/২০১৯ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আজ মহাবলীপুরমে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকে ঠিক কি কি কথা হল সেই বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব বিজয় গোখলে। গোখলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া ও ভবিষ্যৎ নিয়েই আলোচনা হয়েছে দুইরাষ্ট্র প্রধানের মধ্যে। প্রথমত ভারতে জিনপিংকে বর্ণাঢ্য স্বাগত জানানোর জন্যে মোদিকে ধন্যবাদ জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি।"
গোখলে আরও বলে,"দুই দেশের সীমান্ত সমস্যার কথা আলোচনা করা হয়েছে, এবং মোদী এটাও মানে করিয়ে দিয়েছেন যে দুই দেশের মতবিরোধ যেন বিবাদে পরিণত না হয়; আজকের বৈঠকে কাশ্মীর নিয়ে কোনো আলোচনায় হয়নি, তবে সন্ত্রাসের বিরুদ্ধে দুই দেশই যে কাজ করবে তা ঠিক হয়েছে; গত বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান যে তাঁর সাথে বেজিঙে গিয়ে দেখা করে এসেছেন তা মোদিকে বলেন জিনপিং , মোদী একথার কোনো প্রতিক্রিয়া দেন নি; দুই দেশের বাণিজ্য নিয়েও কথা হয়েছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ট্রেড ডেফিসিট নিয়েও কথা হয়েছে। জিনপিং জানিয়েছেন, কৈলাস ও মানস সরোবরে বেড়াতে যাওয়া তীর্থ যাত্রীদের তিনি আরো সুবিধা দেবেন। চেন্নাই তথা গোটা দক্ষিণ ভারতের সাথে চীনের পূরানো সম্পর্ককে আরো মজবুত করে তুলবেন। মোদী প্রস্তাব দিয়েছেন, দুই দেশের পর্যটন যেন ব্যাপক ভাবে বাড়ানো যায় এবং তাতে দুই দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উন্নতি করতে পারে। নরেন্দ্র মোদী কথায়, দুই দেশের রাষ্ট্রনায়করাই শুধু নয়, যেন দুই দেশের সাধারণ মানুষও নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করে নিজেদের ভবিষ্য়্ত্কে আরও উজ্জ্বল করতে সক্ষম হতে পারে। "
জিনপিং মোদিকে চিনে আমন্ত্রণ জানিয়েছেন, যা মোদী স্বীকার করেছেন, এমনকি বিদেশ মন্ত্রকের অধিকারিকদেরকেও চিনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জিনপিং। সেদেশে প্রধানমন্ত্রীর ও বিদেশ মমন্ত্রকের আমলাদের যাওয়ার বিষয়টি পরে ঠিক হবে; ভারত ও চীনের বন্ধুত্ত্বের ৭০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশে ৩৫টি করে মোট ৭০ অনুষ্ঠান করা হবে. এবং প্রতি সপ্তাহেই দুই দেশের সংস্কৃতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়েছে।
Loading...